সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিনিকেতনে ফিরতে চলেছে ফেলে আসা দিনের বসন্ত উৎসবের সেই আমেজ। পূরবী, সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্টের তরফে ২৯ মার্চ শান্তিনিকেতনের নব নালন্দা প্রাঙ্গণে ‘বসন্ত বন্দনা ২০২৫’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। এই অনুষ্ঠানেই প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকাও।
শেষ বসন্তের মাধুরী উদযাপনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষা সত্র’, ‘পাঠভবন’ এবং ‘সঙ্গীত ভবন’-সহ বিশিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি পূরবী এবং সুচিত্রা মিত্র স্মৃতি রক্ষা সমিতির ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের শুভারম্ভ হবে প্রদীপ প্রজ্জ্বলন এবং বৈদিক গানের মাধ্যমে। ‘বসন্ত বন্দনা ২০২৫’ অনুষ্ঠানটি দুটি ভাগে আয়োজিত হচ্ছে। প্রথমটা ‘প্রভাতী, যা কিনা সকালে উদযাপন করা হবে। এবং দ্বিতীয় দফায় হবে ‘সান্ধ্য’। যা কিনা সান্ধ্যকালীন অনুষ্ঠান। ‘প্রভাতী’ অনুষ্ঠান সকাল সাতটায় ‘প্রভাত ফেরি’ দিয়ে শুরু হবে, তারপরে সঙ্গীত পরিবেশন করবেন পড়ুয়ারা। ‘সান্ধ্য’ জলসা শুরু হবে বিকেল পাঁচটায়।
সুচিত্রা মিত্রের দীর্ঘ ৩০ বছরের ছাত্রী তথা সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং পূরবীর কর্ণধার শ্রীমতি মন্দিরা মুখোপাধ্যায় একক সঙ্গীত পরিবেশনা করবেন এই অনুষ্ঠানে। সন্ধ্যা অনুষ্ঠানের সময় সমবেত সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশনাও মঞ্চস্থ হবে। ডঃ সুমিত বসুর (অধ্যাপক, বিশ্বভারতী) পরিচালনায়’ মৈ তৈ জাগোই’-এর নৃত্য পরিবেশন এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। “শান্তিনিকেতন আমাদের তীর্থক্ষেত্র। এই পবিত্র স্থানেই একসময়ে সঙ্গীত শিক্ষাগ্রহণ করেছিলেন আমাদের গুরু শ্রীমতি সুচিত্রা মিত্র” বললেন মন্দিরা মুখোপাধ্যায়। উল্লেখ্য, ‘সুচিত্রার শান্তিনিকেতনের দিনলিপি’ নামে একটি বিশেষ স্মরণিকা পত্রও প্রকাশিত হবে এই অনুষ্ঠানে, যেখানে সুচিত্রা মিত্রের শান্তিনিকেতনের সময়ের দুর্লভ কিছু ছবি এবং উদ্ধৃতি থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.