Advertisement
Advertisement
Sraboni Sen

বর্ষার গানে শ্রাবণের আবাহন শ্রাবণীর, মা-বাবাকে উৎসর্গ করে একক অনুষ্ঠান শিল্পীর

কীভাবে এবারের একক অনুষ্ঠানের আয়োজন করছেন সঙ্গীতশিল্পী?

singer Sraboni Sen's solo performance dedicated to her parents
Published by: Arani Bhattacharya
  • Posted:July 11, 2025 12:53 pm
  • Updated:July 11, 2025 1:42 pm   

শম্পালী মৌলিক: সঙ্গীতের পরিবারে জন্ম। মা সুমিত্রা সেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। গানের তালিম, গানে গানে বেড়ে ওঠার শুরু সেখানেই। এরপর একটু একটু করে নিজের কন্ঠের সুরে জিতে নিয়েছেন আপামর বাঙালি শ্রোতার মন। তিনি স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। বহু বছর পর আবারও শহরে আয়োজিত হচ্ছে তাঁর একক সঙ্গীতানুষ্ঠান ‘যখন বৃষ্টি নামলো’।

Advertisement

তাঁর নামেই শ্রাবণের ঘনঘটা আর এই ভরা বর্ষায় শ্রাবণের গানেই মূলত হতে চলেছে তাঁর এই অনুষ্ঠান। কীভাবে সমস্তটা আয়োজন করছেন সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন? প্রস্তুতি কেমন? এই সবটা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল শিল্পীর সঙ্গে। নিজের আগামী একক নিয়ে ফোনের ওপার থেকে তিনি জানান, “এই অনুষ্ঠান আমার মা এবং বাবাকে উৎসর্গ করে। তবে এই অনুষ্ঠানের ভাবনা সম্পূর্ণ আমার ছাত্রছাত্রীদের মস্তিষ্কপ্রসূত। ওরাই রবীন্দ্রসদন থেকে ফর্ম নিয়ে এসে সমস্তটা আয়োজন করেছে। সবটা স্থির হওয়ার পর আমাকে ওরা আমার এই একক অনুষ্ঠানের বিষয়ে জানায়। আমি তারপরে ভাবলাম এই বর্ষায় যখন অনুষ্ঠান তখন বৃষ্টির গান হলে মন্দ হয় না।”

শ্রাবণী সেন আরও জানান, “বহুবছর পর আবারও এই একক অনুষ্ঠান করছি। এভাবে সাড়া পাবো শ্রোতাদের থেকে তা আম সত্যিই ভাবতে পারিনি। প্রায় দশদিন আগেই প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে গিয়েছে। অনেকদিন পর আবারও এভাবে মঞ্চে ফেরা আমার। তবে বর্ষার গান যেমন আছে তেমন রেখেই একটু অন্যরকম করার চেষ্টা করছি। অনুষ্ঠানের প্রথম দফায় গানের সঙ্গে মিউজিকে সামান্য বদল এনে গানে পাশ্চাত্যের স্বাদ রাখার চেষ্টা করছি। দ্বিতীয় দফার অনুষ্ঠানে বাঁশি ও এসরাজের সঙ্গে গানে চিরন্তন সুর রেখেই পরিবেশন করা হবে। অনুষ্ঠানে আমার প্রায় কুড়িটা মতো গান গাওয়ার ইচ্ছা আছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ