সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর প্রয়াণে শোকে মুহ্যমান আপামর বিনোদুনিয়া। রবিবার রাতে ধনকুবের শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর ছেলে জিতকে দেখা গেল প্রয়াত শিল্পীর গুয়াহাটির বাড়িতে। জুবিনের স্ত্রীর গরিমা সাইকিয়া গর্গের সঙ্গে দেখা করেন আদানি পিতা-পুত্র। অসমের সাংস্কৃতিক আইকন জুবিনের আকস্মিক প্রয়াণে শোকপ্রাকাশ করেন গৌতম আদানি ও জিত আদানি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গৌতম আদানি ও তাঁর ছেলে রবিবার রাত ৯টা নাগাদ জুবিনের বাড়িতে পৌঁছান। সেখানে আধ ঘণ্টা ছিলেন। কথা বলেন গরিমা এবং শিল্পীর পরিবারের অন্যদের সঙ্গে। সংবাদ সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গৌতম আদানি এবং তাঁর ছেলে জিৎ অসমের আইকনের প্রয়াণে সমবেদনা জানাতে এসেছিলেন। তাঁরা কিছুক্ষণ গরিমার সঙ্গে কথা বলেন এবং গায়কের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এ জুবিন গর্গকে স্মরণ করেন। জুবিনের স্মৃতিচারণা করে মোদি বলেন, “জুবিনের অকালমৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। সারা দেশে তাঁর যে সম্মান ছিল একজন শিল্পী হিসেবে তা সত্যিই চোখে পড়ার মতো। অসমের ভূমিপুত্রের তাঁর নিজের সংস্কৃতির সঙ্গেও ছিল নিবিড় যোগাযোগ। জুবিন চিরকাল আমাদের মনে আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন। তাঁর গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে।” মোদির বক্তব্যের দিনেই জুবিনের বাড়িতে আদানির আগমনে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.