সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইয়ের শেষের দিকে গীতা বসরা এবং হরভজন সিংয়ের ঘর আলো করে জন্ম নিল এক কন্যাসন্তান। মাতৃত্বে যেমন আলোকিত হলেন গীতা, হরভজন সিংও গর্বিত হলেন বাবা হিসেবে।
তবে, এই বিষয়ে যা কিছু সংবাদমাধ্যমকে জানানোর, তার পুরোটাই করেছিলেন হরভজনের মা অবতার কৌর। গীতা বা হরভজন- কেউই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এবার নীরবতার অর্গল ভাঙলেন গীতা নিজেই। তাঁর টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করলেন ছোট্ট মেয়েটির একটি ছবি।
সেই ছবির সঙ্গে কী লিখেছেন গীতা?
Thank you everyone for the love and beautiful wishes for our little angel..
Advertisement— Geeta Basra (@Geeta_Basra)
লিখেছেন, ”প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের ছোট্ট পরীটাকে তাঁরা যে ভালবাসা আর আশীর্বাদ দিয়েছেন, তার জন্য।”
খুব স্বাভাবিক। মা তো তাঁর সন্তানকে যাঁরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবেনই!
তা, মেয়েটির মুখ দেখতে না পেয়ে খারাপ লাগছে কি?
কী বা আর করা! সেটা তো একান্তই গীতা আর হরভজনের ব্যাপার! আশা করা যায়, সময় এলেই তাঁরা তাঁদের সন্তানের চেহারা সবাইকে দেখাবেন!
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা চলুক!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.