সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি। স্নিগ্ধ। এককথায় সুন্দরী। সেই জেনেলিয়াই নাকি এবার ভয় ধরাবেন দর্শকদের! বৃহস্পতিবার X হ্যান্ডেলে এমনই আশঙ্কা প্রকাশ করলেন পরিচালক রামগোপাল ভার্মা। ‘সিতারে জমিন পর’ ছবিতে অভিনয়ের জন্য জেনেলিয়াকে শুভেচ্ছাও জানান তিনি।
X হ্যান্ডেলে রামগোপাল ভার্মা অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে (Genelia D’Souza) ট্যাগ করেন। লেখেন, “সিতারে জমিন পর ছবিতে তোমার অভিনয় অনবদ্য। অভিভূত হয়ে ঘোষণা করছি আগামী ছবি ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবিতে দেখা যাবে জেনেলিয়াকে। আসলে কেউ ভাবতে পারবেন না যে এমন মিষ্টি, নিষ্পাপ মুখ দেখে ভয় পাওয়া যায়। তোমাকে দেখে ভয় পাওয়ার জন্য জেনেলিয়া আমরা অপেক্ষা করছি।”
Hey Your performance is a delight in .. By the way Hey All , thrilled to announce that is doing a key role in ..Main reason I wanted her is , one can never expect a sweet innocent cute face like hers to neither show fear nor to…
— Ram Gopal Varma (@RGVzoomin)
তবে ছবিতে আর কে কে থাকবে, চিত্রনাট্যই বা এগোবে কোন পথে, সে বিষয়ে অবশ্য আর কোনও তথ্য দেননি পরিচালক। এই ছবিতে অভিনয় করলে এই প্রথমবার পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী জেনেলিয়া। আপাতত অবশ্য ‘সিতারে জমিন পর’ ছবির প্রোমোশনে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে ‘সুনীতা’ নামে এক চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবির চরিত্র দর্শকদের মন জয় করে। প্রি বুকিংয়ে বাজিমাত করতে পারেনি ছবিটি। অনেকেই ভেবেছিলেন, হয়তো ‘লাল সিং চাড্ডা’র মতো হয়তো বক্স অফিসে ভরাডুবি হবে। তবে সপ্তাহান্তে গতি পেয়েছে আমিরের নতুন ছবি। গত বুধবার পর্যন্ত ৮২ কোটি টাকা ছবিটি ব্যবসা করেছে। খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ‘সিতারে জমিন পর’ ঢুকে পড়বে বলেই আশা সিনে বিশ্লেষকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.