সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হল ৭৫-তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান। জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক শেঠ মেয়ার্সের সঞ্চালনায় সন্ধ্যা আনন্দসন্ধ্যায় পরিণত হল এবারের গোল্ডেন গ্লোব। বসেছিল বিনোদন জগতের চাঁদের হাট।সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে রইল পুরস্কার প্রাপকদের তালিকা।
So happy for ! We’re backstage with them to celebrate their wins at the tonight.
— Golden Globe Awards (@goldenglobes)
[‘গুজরাট’ শব্দে আপত্তি, এখনও সেন্সরের ফাঁসে অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র]
And the Best Motion Picture – Drama winner is… ! Congratulations to the entire cast! 🎉
— Golden Globe Awards (@goldenglobes)
Nicole getting ready for the
— Nicole Kidman Online (@nkidmanorg)
[অপটু শ্রদ্ধার জন্য বিশ বাঁও জলে সাইনার বায়োপিক]
প্রথম গোল্ডেন গ্লোব অ্যাম্বাস্যাডার হলেন সিমোনে গার্সিয়া জনশন। গোল্ডেন গ্লোবের পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে বাবা ডোয়েন জনসন মেয়ের নাম ঘোষণা করেন তিনি। বিশেষ পুরস্কার পান জনপ্রিয় সঞ্চালিকা ওপরা উইনফ্রে এদিনের রেড কার্পেট মাতিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে সে ছবি।
Who else loved and all its powerful, real women roles?
Here’s , and in black at the
— The Kit (@TheKit)
[জন্মদিনে স্বামীর সঙ্গে খুনসুটিতে মাতলেন বিপাশা, দেখুন ভিডিও]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.