সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্টাইল স্টেটমেন্ট শাসন করে বলি নায়ক-নায়িকারাই। সে সত্তর হোক বা নব্বই কিংবা ফিলহাল সময়। পর্দার চরিত্রের অনুকরণের পোশাকই অঙ্গে তুলে নেন তাঁদের ভক্তরা। অতীতে অমিতাভ বচ্চনরে বেলবটমস প্যান্ট যেমন সাড়া ফেলেছিল, তেমনই একটা সময় ইয়ং জেনরেশনের স্টাইল স্টেটমেন্ট ঠিক করে দিয়েছিলেন শাহরুখ খান। সে ট্রাডিশন সমানে চলছে। তবে কম যান না নায়িকারাও। অন্তত ২০১৭-র দিকে তাকালে তাই মনে হয়। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, বহু নায়িকাই তাঁদের পোশাক বৈচিত্রে নজর কেড়েছেন।
[ সোশ্যাল মিডিয়ায় ফের বডি শেমিংয়ের শিকার মন্দিরা ]
দীপিকার কথা দিয়েই শুরু করা যাক। বছরের শুরুটা হলিউডি ছবিতেই কেটেছে। শেষের দিকটা কাটল পদ্মাবতী জট নিয়ে। তবে এর মধ্যেই বাহারি পোশাকে নজর কেড়েছেন নায়িকা। বিজ্ঞাপন কিংবা পণ্যের প্রচারে তাঁর ড্রেসিং সেন্স তারিফ কুড়িয়েছে। এবং সেই সঙ্গে আরও একটা কাজ করেছেন নায়িকা। নীতি পুলিশের মুখ বন্ধ করে জানিয়ে দিয়েছেন, ‘পোশাক আমি নিজের জন্য পরি, আর কারও জন্য নয়।’
At the launch of the Cannes Collection, shuts down fashion police:”I don’t dress for you, my love”
— YuppTV (@yupptv)
নেটদুনিয়ায় এই এক সমস্যার শিকার বছর জুড়েই হয়েছেন অভিনেত্রীরা। যে কোনও পোশাক পরেই বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এষা গুপ্তা থেকে মন্দিরা বেদি কেউ বাদ যাননি। সোনম কাপুরকেও কটাক্ষ সহ্য করতে গিয়েছে। কিন্তু বলিপাড়ায় ফ্যাশনের ব্যাপারে সোনমের বেজায় সুনাম। এবছরটাও নিজের ফ্যাশন সেন্সে মাত করেছেন।
In styled by . Thank you for treating me like family. Love you guys.
— Sonam Kapoor (@sonamakapoor)
আলিয়া ভাট, বা সামন্থারাও কম যান না। পূর্বসূরিদের দেখে তাঁরাও নিজেদের পছন্দের পোশাক পরেই নীতি পুলিশের মুখ বন্ধ করেছেন।
Move over, little black dress! Let the little black playsuit shine. ✨
— Cosmopolitan India (@CosmoIndia)
Ain’t no stoppin 😉
— Samantha Akkineni (@Samanthaprabhu2)
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও ঐশ্বর্য রাই তাঁদের স্টাইল স্টেটমেন্টে জেল্লা ছড়িয়েছেন বিদেশের মাটিতেও।
That’s how stole the show with her mermaid white dress at the red carpet.
— Chennai Times (@ChennaiTimesTOI)
RT if you love ‘s gold dress!
— HELLO! Canada (@HelloCanada)
এক প্রখ্যাত সিনে ম্যাগাজিনের সুন্দরী সংখ্যায় সত্যিই মোহময়ী সাজে ধরা দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ।
RT “Katrina Kaif in dress on ‘s Most Beautiful Women Issue “
— Femina (@FeminaIndia)
ঘরের মাটিতে ঠিক সে কাজই করেছেন সোনাক্ষী সিনহা, কাজল আগরওয়াল বা ভূমি পেড়নেকররা। ছবির চরিত্রের বাইরে বেরিয়ে তাঁদের ব্যক্তিগত জীবন যে আলাদা তা বারবার পোশাকের স্বাতন্ত্রে বুঝিয়ে দিয়েছেন নায়িকারা। এবং যত বডি শেমিং হোক, আর যত সমালোচনাই হোক, নিজেদের স্টাইল স্টেটমেন্টকে প্রতিষ্ঠা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।
. looks stunning in this dress at the awards ceremony!
— Tips Films & Music (@tipsofficial)
Timeless fashion!
— Kajal Aggarwal (@MsKajalAggarwal)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.