সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আগের সম্পর্ক ভেঙেছে বেশিদিন হয়নি৷ প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে অতীত থেকে বেরিয়ে আসার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু এরমধ্যেই সুশান্ত সিং রাজপুতের জীবনে নতুন নারীর আবির্ভাব৷ কানাঘুষো শোনা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত৷
নয়া প্রেমিকা কে জানা আছে?
তিনি কৃতী সানন৷ সুশান্ত অঙ্কিতার সম্পর্কটা ভাঙার সময় থেকেই তাঁদের জীবনের তৃতীয় ব্যক্তি হিসাবে কৃতীর নাম একাধিকবার উঠে এসেছে৷ শোনা গিয়েছিল, বুদাপেস্টে ‘রাবতা’ ছবির শুটিং চলার সময়ই সুশান্ত ও কৃতীর ঘনিষ্টতা বাড়ে৷ আর তারপরই উঠে আসে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক ভাঙার খবর৷
যদিও সেসব অতীতকে ভুলে বেশ ভালই আছেন এই নতুন জুটি৷ অন্তত এমনটাই জানাচ্ছেন তাঁদের বন্ধু-বান্ধব৷
যদিও সুশান্ত বা কৃতী কেউই এই বিষয়ে মুখ খোলেননি তবুও দু’জনই একসঙ্গে যে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন তা তাঁদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লক্ষ্য করলেই বোঝা যায়৷
পাশাপাশি, এটাও শোনা গিয়েছে, খুব শীঘ্রই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন এই তারকাজুটি!
সত্যি! কতই রঙ্গ দেখা যায় এই বলি দুনিয়ায়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.