সুকুমার সরকার, ঢাকাঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথমদিন থেকে প্রবল ব্যবসা করে আসছে। তবে এই সিনেমাটি আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে বাংলাদেশের হলগুলোতে সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। অবশ্য এরই মাঝে সারা বিশ্ব থেকে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে হিন্দি সিনেমার ইতিহাসে ভারত থেকে সবচেয়ে আয়কারী সিনেমা হিসেবে সুনাম কামিয়েছে।
আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রক। সিনেমাটি বাংলাদেশে আমদানি করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। প্রায় দুইমাস সফলভাবে চলার পর আজ মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে সিনেমাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। উৎসবের মরসুমের জন্যই ‘জওয়ান’ সিনেমার শো বন্ধ থাকবে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.