সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুপারস্টার’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ প্রথম দিনেই অন্যান্য সমস্ত সিনেমাকে পিছনে ফেলে দিল ব্যবসার নিরিখে৷ প্রথম দিনেই থালাইভার নতুন ছবি আয় করল ২৫০ কোটি টাকা৷
রিলিজের আগেই সলমন খানের ‘সুলতান’-কে ধরাশায়ী করে এখনও পর্যন্ত রেকর্ড আয় করে ফেলেছে রজনীকান্তের নতুন ছবি৷ আগাম বুকিং শুরু হতেই মাত্র দু’ঘণ্টায় বিক্রি হয়ে গিয়েছিল থালাইভার নতুন ছবির প্রথম তিন দিনের সব টিকিট৷
তামিল ভাষার সিনেমাটি শুধু তামিলনাড়ুতেই আয় করেছে ১০০ কোটি টাকা, জানিয়েছেন প্রযোজকরা৷ সিনেমাটি একই সঙ্গে মুক্তি পেয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ডেনমার্ক, হল্যান্ডেও৷
এক বিবৃতিতে একথা জানিয়ে প্রযোজকরা বলেছেন, ৮-১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কাবালি৷ আমেরিকাতে অন্তত ৪৮০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি৷ ছবির প্রযোজক কলাইপুরি থানুর দাবি, “কোনও ভারতীয় অভিনেতার জন্য এরকম উন্মাদনা দেশে আর কখনও দেখা যায়নি৷ এতেই প্রমাণিত হয় রজনীই দেশের একমাত্র সুপারস্টার৷”
গত শুক্রবার ‘কাবালি’ মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয়। বেশ কিছু অফিসে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “২২ জুলাই সুপারস্টার রজনীর ‘কাবালি’ ছবির মুক্তি উপলক্ষে একটি বিশেষ ছুটি ধার্য করেছে কর্তৃপক্ষ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.