সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে চুটিয়ে কাজ করেছেন তিন খানের সঙ্গে। সকলের সঙ্গেই তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়েছে। এবার তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন ও আমির খানকে নিয়ে মুখ খুললেন কাজল। বললেন, “শাহরুখ আর আমির ভীষণ প্রফেশনাল। কিন্তু সলমন সবার থেকে আলাদা। ওর মতো কেউ নেই।”
বর্তমানে ‘মা’ সিনেমার প্রচারে ব্যস্ত কাজল। তারই ফাঁকে একটি সাক্ষাৎকার দেন অভিনেত্রী। সেখানেই ওঠে বলিউডের তিন খান প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই শুরুতেই আসে শাহরুখের কথা। তখনই কিং খান ও আমির প্রসঙ্গে কাজল বলেন, “ওরা ভীষণ প্রফেশনাল। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন। যা পুরস্কার যোগ্য।” কিন্তু সলমন সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই কাজল বললেন, “ও সবার থেকে আলাদা।”
ভাবছেন তো কেন আলাদা? অভিনেত্রীর কথায়, “সলমন খান হল সলমন খান! বছরের পর বছর ও একই রকম রয়ে গিয়েছে। ওর কোনও পরিবর্তন নেই। এটা অবিশ্বাস্য।” সলমন খানের শেষ কয়েকটি ছবি সে অর্থে দাগ কাটতে পারেনি। কিন্তু ভক্তদের ভালোবাসায় কোনও ভাটা যে পড়েনি এদিন কাজলও কার্যত তা-ই বুঝিয়ে দিলেন। উল্লেখ্য, একটা সময়ে আমির খান বলেছিলেন, “সলমন আমার থেকে বড় স্টার। ছবি যেমন পারফর্মই করুক না কেন তা ১০০ কোটি পেরিয়ে যায়। ওর ভক্তরা ওকে পাগলের মতো ভালোবাসে।”
প্রসঙ্গত, আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে কাজল অভিনীত ‘মা’। রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি। পৌরাণিক কাহিনি ভিত্তিক এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই গায়ে কাঁটা ধরিয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। পরিচালনায় বিশাল ফুরিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.