সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ে গিয়ে পা ভাঙলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ঘটনাটি ঘটেছে তাঁর নিজের অফিসেই। আপাতত, হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নায়কের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আলওয়ারপেটের অফিসে হঠাৎই পা পিছলে পড়ে যান নায়ক। ডান পায়ে ব্যথা লাগে। দেরি না করে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, তাঁর ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। বিশ্রাম এবং ওষুধের পরামর্শ দিয়েছেন তাঁরা নায়ককে। আপাতত, হাসপাতালেই রয়েছেন তিনি।
”উনি ভালই আছেন। দ্রুত আরোগ্যের পথে এগোচ্ছেন। চিকিৎসকরা বলেছেন, একটা সপ্তাহ বিশ্রামের মধ্যে থাকতে”, জানিয়েছেন নায়কের মুখপাত্র।
এই মুহূর্তে কোনও শুটিং শিডিউল না থাকলেও পায়ের জন্য বিদেশযাত্রা বাতিল করতে হয়েছে নায়ককে। জানা গিয়েছে, সপ্তাহান্তে তাঁর লন্ডনযাত্রার কথা ছিল। ওখানে, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, চিকিৎসকদের পরামর্শ মতো সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.