সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: ব্লেড ব্যালেন্স করছেন জিভের মাঝখান দিয়ে! একপাশে কঙ্গনা রানাউত। অপরদিকে রাজকুমার রাও। সে কী! সদ্য প্রকাশিত এক ছবির পোস্টারে এমনভাবেই দেখা গেল দু’জনকে। ছবির নাম ‘মেন্টাল হ্যায় কেয়া’। বুধবারই প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। শুধু পোস্টার বললে হয়তো ভুল হবে! আসলে মোশন পোস্টার! এই ছোট্ট ভিডিওটির মজাদার কাণ্ডকারখানাই পরিচয় করাল কঙ্গনা এবং রাজকুমারের চরিত্রের সঙ্গে। শেয়ার করা হয়েছে ছবির প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচারস-এর তরফে। আপনি যদি পাগলোমো করতে ভালবাসেন, জীবনে ঝুঁকি নেওয়াটা যদি আপনার নেশা হয়, তাহলে বলব এই ছবি আপনার জন্য। কারণ, রাজকুমার এবং কঙ্গনার কাণ্ডকারখানা দেখে আপনার মনে হতেই পারে, আরে ‘মেন্টাল’ নাকি এরা?
[আরও পড়ুন: ‘কণ্ঠ’র ট্রেলারে মুগ্ধ ঋষির প্রতিক্রিয়া ঘিরে জল্পনা, জটিল অসুখের আশঙ্কা ]
নতুন মোশন পোস্টারের সঙ্গে ঘোষনা করা হয়েছে ছবির মুক্তির দিন। চলতি বছরের ২১ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘মেন্টাল হ্যায় কেয়া’। রাজকুমার-কঙ্গনা জুটিকে প্রথম এবং শেষবার দেখা গিয়েছিল ‘ক্যুইন’-এ। তবে, সেই ছবিতে হাতে গোনা মাত্র কটা শটে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। কাজেই জুটি হিসেবে সেভাবে উপভোগ করতে পারেননি দর্শকরা। এবার ফের একতা কাপুরের হাত ধরে ফিরছেন একসঙ্গে। তবে, এবার রাজকুমার এবং কঙ্গনাকে দেখা যাবে এক্কেবারে অন্যরকমভাবে। জুটি হিসেবেও দিব্যি উপভোগ করতে পারবেন ভক্তরা। বলছে, ছবির মোশন পোস্টার-ই।
Get ready for craziness that cuts through. – releasing on 21st June 2019.
— BalajiMotionPictures (@balajimotionpic)
আদ্যপান্ত ডার্ক কমেডি ঘরানার ছবি। ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির পরিচালকের আসনে রয়েছেন প্রকাশ কোভেলামুদি। একতা কাপুরের বালাজি মোশন পিকচারস-এর ব্যনারে যৌথভাবে প্রযোজনা করেছেন একতা কাপুর এবং শৈলেশ আর সিং। রাজকুমার এবং কঙ্গনা ছাড়াও ছবিতে রয়েছেন আমাইরা দস্তুর। যাকে কি না ছবিতে দেখা যাবে রাজকুমারের প্রেমিকার ভূমিকায়।
[আরও পড়ুন: পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়ে তথ্যচিত্র, ফ্রেমবন্দি দীর্ঘ ছয় দশকের সংগীত জীবন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.