সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য জানাজানি হয়ে গিয়েছে, একটি পুত্রসন্তানেরই না কি মুখ দেখতে চলেছেন করিনা কাপুর খান আর সইফ আলি খান! লন্ডনে গিয়ে তাঁরা ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করিয়েছেন। কেন না, ওদেশে সেটা অবৈধ নয়! তা, সেটা জানাজানির পরই কি নায়িকা বলছেন নিজেকে তিনি মেরে ফেলতে চান? মিডিয়া তাঁকে এতটুকুও নিভৃতি দিচ্ছে না বলে?
উঁহু! ব্যাপারটা ঠিক তা নয়! করিনা নিজেকে মেরে ফেলতে চান রণবীর-ক্যারিনার জন্য! সম্প্রতি ‘ভোগ’ পত্রিকার ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’ নামে একটি অনুষ্ঠানে প্রিয় বন্ধু মণীশ মালহোত্রার সঙ্গে গিয়েছিলেন করিনা। সেখানে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়। যেখানে জানতে চাওয়া হয়, ভাই রণবীর কাপুর আর তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে এক লিফটে আটকে পড়লে তিনি কী করবেন?
উত্তরটা দিতে এক মুহূর্তও সময় নেননি নায়িকা! হাসতে হাসতে জানিয়েছেন, ”হে ভগবান! এমনটা হলে আমি নিজেকে মেরেই ফেলব!”
তা, কটাক্ষটা করিনা কাকে করলেন বলুন তো? ভাইকে? ক্যাটরিনা কাইফকে? না কি দু’জনকেই?
আপনাদের কী মনে হয়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.