Advertisement
Advertisement

পতৌদিদের ‘সবেধন নীলমণি’ সারাকে ‘ডার্লিং’ সম্বোধন, সৎ মেয়ের জন্মদিনে আবেগঘন করিনা

সারাকে শুভেচ্ছা বেবোর। কী লিখলেন?

Kareena Kapoor Wishes ‘Darling’ Sara Ali Khan on her Birthday
Published by: Sandipta Bhanja
  • Posted:August 12, 2025 3:34 pm
  • Updated:August 12, 2025 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে সৎ মা হলেও সইফ আলি খানের প্রথম দুই পক্ষের সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক করিনা কাপুর খানের। যে কোনও উৎসব অনুষ্ঠানে নবাব বাড়ির সকলের সঙ্গে একফ্রমে ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। সারা-ইব্রাহিমের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক করিনার। এবার সৎ মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন পোস্ট বেবোর।

Advertisement

সইফ-করিনার দুই সন্তান- জেহ এবং তৈমুর। সুপারস্টার নবাবের আগের পক্ষের ছেলে ইব্রাহিম। সেই প্রেক্ষিতে পতৌদি পরিবারের বর্তমান প্রজন্মের ‘সবেধন নীলমণি’ দিদি তাঁদের সারা আলি খান। অভিনেত্রীকে বড় দিদির মতোই চলে তিন ভাই। ভাইফোঁটা, রাখি হোক কিংবা পরিবারের কারও জন্মদিন, সারা পৌঁছে যান বান্দ্রার শদগুরু সরণে। সৎ ভাইদের সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্ত একাধিকবার অনুরাগীদের মন জয় করেছে। তাই পরিবারের বড় সন্তান তথা একমাত্র কন্যা সারার জন্মদিনে সৎ মায়ের তরফে এল দারুণ শুভেচ্ছাবার্তা। সইফকে পাশে নিয়ে দুই সৎ সন্তান সারা-ইব্রহিমের সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করেছেন বেবো। সাদাকালো ফ্রেম হলেও সেই ছবিতে নজর কাড়ল সৎ মা করিনা কাপুর খানের সঙ্গে তাঁদের মিষ্টি রসায়ন। ক্যাপশনে সারা আলি খানকে ‘ডার্লিং’ সম্বোধন করে করিনা লিখেছেন, “শুভ জন্মদিন ডার্লিং সারা। জীবনের সেরা জন্মদিন কাটাও। অনেকটা ভালোবাসা রইল।”

১৯৯৫ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন সইফ-অমৃতার প্রথম সন্তান সারা আলি খান। চলতি বছর ৩০-এ পা দিলেন নবাবকন্যা। সিনেইন্ডাস্ট্রিতে মাত্র একদশকের কেরিয়ার হলেও বর্তমান প্রজন্মের অন্যতম ‘সুপারহিট মুখ’ তিনি। কখনও কমার্শিয়াল সিনেমা, আবার কখনও পর্দায় দেশপ্রেমের গাথা বুনেছেন সারা। তবে ‘সব ভূমিকাতেই সমানে লড়ে যাওয়া’র জন্য নবাবকন্যাকে নিয়ে সিনেমহলের ভবিষ্যদ্বাণী, ‘এই মেয়ে বলিউডের লম্বা দৌড়ের ঘোড়া।’

সারা আলি খানের সঙ্গে সৎ মা করিনা কাপুর খানের সম্পর্ক কেমন? বলিপাড়ায় অনেক জল্পনাই শোনা যায়। কিন্তু নবাব পরিবার ঘনিষ্ঠরা জানেন যে করিনা এবং সারা দু’জনেই বুদ্ধিমতী। ওঁরা জানেন কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়। এপ্রসঙ্গে বছর খানেক আগে নবাবকন্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “করিনা ভীষণ পেশাদার এবং যেভাবে নিজের কাজ আর ব্যক্তিগত জীবন ব্যালেন্স করে চলেন, সেটা শেখার মতো। উনি আমাকে মাঝেমধ্যে নানা পরামর্শ দেন এবং আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি। কারণ উনি সফল অভিনেত্রী। আমাদের সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণ। তার নেপথ্যে অবশ্য কারণ আছে। প্রথমত, করিনা কোনওদিন আমার মা হয়ে ওঠার চেষ্টা করেননি এবং বাবাও কখনও জোর করে আমাদের উপর সম্পর্কটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement