সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ‘কভি আলবিদা না কহেনা’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সুযোগ পেলে দুটি ছবিতেই করণ জোহর কাস্ট করতে চান রণবীর সিং আর করিনা কাপুরকে। সম্প্রতি কফি উইথ করণে ক্যাটরিনা কাইফ করণের কাছে জানতে চান এই দুটি সিনেমা নিয়ে। ক্যাট জানতে চান, এই দুই সিনেমায় কাদের রি-কাস্ট করতে চান কেজো। একটুও সময় নষ্ট না করে করণ জবাব দেন, করিনা আর রণবীর।
যদিও বেবো আর বলিউডের বাজিরাওকে একসঙ্গে কাস্ট করতে চেয়ে এর আগেও ইচ্ছা প্রকাশ করেছেন অনেক পরিচালক। সঞ্জয় লীলা বনশালি তাঁর রামলীলার জন্যই চেয়েছিলেন করিনাকে। কথা এগিয়েও ছিল অনেকটা। কিন্তু পরে বিয়ের কারণে পিছু হঠতে হয় করিনাকে। মাঝে ‘সদমা’র রিমেকের জন্য অ্যাড-ফিল্মমেকার লয়েড ব্যাপ্টিস্টার কাছ থেকেও অফার যায়। তাতেও না করে দেন করিনা। তৈমুর তখন বড় হচ্ছে তাঁর গর্ভে।
কিন্তু করণের কাছ থেকে অফার গেলে এবার নিশ্চয়ই না করবেন না বেবো। অন্তত তাঁর ভক্তরা তেমনটাই আশা করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.