সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার মহিলা কমিশনের দ্বারস্থ অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকরের বিরুদ্ধে নোটিস জারি করল কমিশন৷ আগামী দশদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে৷
and others have been asked by Maharashtra State Commission for Woman to file their replies within next 10 days.
Advertisement— ANI (@ANI)
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন তনুশ্রী৷ ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনার কথা তুলে ধরেন তিনি৷ অভিনেত্রীর অভিযোগ, ওই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেও বাদ যেতে হয় তনুশ্রীকে৷ এমনকী নানা পাটেকরের মদতেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাঁর উপর হামলা করে বলেও অভিযোগ৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা বলে দাবি করেন নানা পাটেকর৷ তনুশ্রীকে আইনি নোটিসও পাঠান তিনি৷ পালটা আইনের দ্বারস্থ হন অভিনেত্রী৷ নানা পাটেকর, গণেশ আচারিয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন তিনি৷ কিন্তু সেখানেও বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে৷ পুলিশ তাঁকে বোকা বানিয়েছে বলেও অভিযোগ করেন তনুশ্রী৷ তাঁর দাবি, মারাঠি ভাষায় লেখা এফআইআরে পুলিশ আদতে নানা পাটেকরের নাম উল্লেখই করেনি৷
এবার নানা পাটেকরের বিরুদ্ধে মহারাষ্ট্র মহিলা কমিশনের দ্বারস্থ তনুশ্রী৷ অভিযোগ দায়ের করেন তিনি৷ কমিশনের সদস্যরা তনুশ্রীর বয়ান রেকর্ড করেন৷ এরপর নানা পাটেকরের বিরুদ্ধে নোটিস জারি করা হয়৷ আগামী দশদিনের মধ্যে জবাব তলব করেছে মহিলা কমিশন৷
Maharashtra State Commission for Woman has issued notices to , Rakesh Sarang,Ganesh acharya among others. It has also asked for an update of investigation on ‘s complaint. It has also asked her to come to the commission’s office to record her statement.
— ANI (@ANI)
নানা-তনুশ্রী নিয়ে কম কানাঘুষো চলছে না৷ তনুশ্রীর এই পদক্ষেপের পালটা কী জবাব দেন নানা, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.