সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামানন্দ সাগরের নাম নিশ্চয়ই মনে আছে! হ্যাঁ, রামায়নের সেই পরিচালক, নয়ের দশকে যিনি দূরদর্শনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন এই পুরাণগাঁথা। সেই নস্টালজিয়া আজও আমাদের চোখে-মুখে। তবে আজ কথা হবে তাঁর নাতনিকে নিয়ে। বছর কুড়ির সাক্ষী চোপড়া, ইনস্টাগ্রামে ছবি দেখে যাঁর নাম এখন মুখে মুখে ফিরছে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী এখন রীতিমতো বম্বশেল। লন্ডনের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। গান গাইতে খুব ভালবাসেন। তাঁর গিগ (মিউজিক) পারফরম্যান্স বেশ প্রশংসিত। বছর দুয়েক আগে মুম্বইয়ের একটি পাবে পুজা বেদির মেয়ে আলিয়ার সঙ্গে সাক্ষীর ঝামেলা হয়। সেখান থেকেই প্রচারের আলোয় আসেন এই তণ্বী। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী সেনসেশনের ঝলক আপনাদের জন্যও…
Advertisement
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.