Advertisement
Advertisement

লক্ষ্মী আরাধনায় মাইলি সাইরাস, অবাক নেটদুনিয়া

তিনি যে রীতিমতো পুজোআচ্চায় বিশ্বাস করেন তা স্পষ্ট।

Miley Cyrus posts pics of performing Laxmi puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 11:46 am
  • Updated:February 6, 2017 11:46 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা ঘর সাজানো ফুলের পাপড়ি দিয়ে। জ্বলছে দিয়া। সামনে রাখা লক্ষ্মী ঠাকুরের ছবির সামনে থরে থরে রাখা নৈবেদ্য। ভক্তিভরে পুজোয় বসেছেন ঠাকুরমশাই। যে কোনও হিন্দু পরিবারের কাছে এ অতি সাধারণ চিত্র। কিন্তু এ দৃশ্যই যদি দেখা যায় পপ সিঙ্গার মাইলি সাইরাসের ঘরে। তাহলে অবাক হতেই হয়। মাইলির পোস্ট করা ইনস্টাগ্রাম ছবিতে এভাবেই তাক লেগেছে সকলের।

Advertisement

লক্ষ্মীপুজোর সময় এটা নয়। তবু লক্ষ্মীদেবীর আরাধনা প্রতিদিনই হয়ে থাকে অনেক পরিবারে। কিন্তু তা সবটাই হিন্দু পরিবারের জন্য প্রযোজ্য। তবু ধর্মবিশ্বাস যে কোনও গণ্ডীতে আটকে থাকে না, তা যেন আরও একবার দেখিয়ে দিলেন এই ভিনদেশি পপ গায়িকা।

শুধু লক্ষ্মীদেবীর পুজোই নয়। এই ছবি থেকে গায়িকা যে কতটা ধর্মপ্রাণ তারও নমুনা মিলেছে। ছবিতে দেখা যাচ্ছে মাইলির গুরুদের ছবিও। তিনি যে রীতিমতো পুজোআচ্চায় বিশ্বাস করেন তা স্পষ্ট।

A photo posted by Miley Cyrus (@mileycyrus) on

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস