অর্ণব আইচ: ফের টলিউডে কাস্টিং কাউচের অভিযোগ। কসবায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার এক তরুণী। তিনি পেশায় মডেল।
জানা যাচ্ছে,ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। টলিউডে কাজ দেওয়ার জন্য কসবা এলাকায় একটি বাড়িতে অডিশনের নাম করে ওই তরুণীকে ডাকা হয়। কিন্তু দেওয়া হয়নি সুযোগ। এরপর দিনের পর দিন ধর্ষণের শিকার হন পেশায় মডেল ওই তরুণী। জানা যাচ্ছে, ওই দুই অভিযুক্ত এস এস উদ্দিন ও রাজর্ষি দে নিজেকে ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন।
দীর্ঘদিন এই ঘটনা ঘটার পর অবশেষে ১৮ আগস্ট সোমবার রাতে কসবা থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৫১(২) ও ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ।
বিনোদুনিয়ায় কাস্টিং কাউচ নিয়ে নানা অভিযোগ নতুন কিছু নয়য়। টলিউডেও এর আগে এমন ঘটনার নজির মিলেছে। তবে পাশাপাশি কাজের সুস্থ পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.