সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মেহমুদকে এর আগে নানাসময় নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি এক মহিলাকে বাড়িতে আটকে রাখার ঘটনায় যখন নোবেলকে নিয়ে সমালোচনার অন্ত নেই তখনও মুখ খুলেছিলেন সালসাবিল। এবার সোশাল মিডিয়ার পাতায় জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল।
নোবেলের সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে গিয়ে পড়াশোনায় মন দেন সালসাবিল। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই খবরই ভাগ করে নিয়েছেন তিনি। একটি পোস্ট করে সেখানে সালসাবিল লিখেছেন, ‘২০১৯ সাল থেকে আমি অনেক কিছু সহ্য করেছি। বহু বাধার সম্মুখীন হয়েছি। বহু ঘাত-প্রতিঘাত এসেছে জীবনে। তারপরেও যে আমি আমার পড়াশোনা শেষ করতে পেরেছি তাতে আমি ভীষণভাবে খুশি। আমার জীবনে এ এক বড় পাওয়া।’
উল্লেখ্য,বেশ কিছু মাস আগেই বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের। ওই ঘটনায় মুখ খুলেছিলেন সালসাবিল। বলেছিলেন, ‘এই প্রযুক্তির যুগে কাউকে টানা সাতমাস বাড়িতে এভাবে আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন।’ এই মন্তব্যের পরই নানা কটাক্ষ ধেয়ে এসেছিল সালসাবিল’র দিকে। তবে এবার সেসব নয়। নিজের জীবনের নতুন খুশির খবর ভাগ করলেন তিনি সকলের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.