Advertisement
Advertisement

দেশে বসে ভারতের নিন্দা করলেন পাক অভিনেত্রী মাহিরা

বলিউডে যখন এত অরুচি পাক অভিনেত্রীর, তখন ভারতে কাজ করতে এলেন কেন তিনি?

Pakistani actor Mahira Khan speaking ill of India 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 7:38 pm
  • Updated:December 30, 2016 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে তিনি বলিউডে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন৷ নতুন বছরে তাঁর প্রথম বলিউডি ছবি মুক্তি পেতে চলেছে৷ প্রথম বলিউডি ছবিতেই মাহিরা খান কাজ করার সুযোগ পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে৷ কিন্তু এরপরেও বলিউড এবং ভারত সম্পর্কে খারাপ মন্তব্য করলেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ আর মাহিরা খানের এহেন বক্তব্য প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়িয়েছে দেশ জুড়ে৷

Advertisement

সম্প্রতি অভিনেত্রী মাহিরা খানের একটি সাক্ষাৎকার ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ এই সাক্ষাৎকারে মাহিরা নিজের দেশের বড়াই করতে গিয়ে ভারতের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন৷ তিনি বলেছিলেন, “পাকিস্তানের কখনও ভারতের থেকে কিছু শেখার নেই৷ পাকিস্তানের সিনেমার বলিউডের থেকে কিছু শেখার নেই৷ আমরা বলিউড নই৷”

অথচ এই মাহিরাই এখন বলিউডে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷ তাঁর শাহরুখের বিপরীতে অভিনয় করার জন্যই মুক্তির আগে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছে কিং খানের আগামী ছবি ‘রইস’৷

মাহিরার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসায় আবারও সমস্যায় পড়তে পারে ‘রইস’, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷ বলিউড নিয়ে এত বিদ্বেষ থাকা সত্ত্বেও কেন বলিউডে কাজ করতে এলেন মাহিরা, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement