Advertisement
Advertisement

গর্ভবতী অবস্থাতেই ফের বিয়ে করতে চলেছেন এষা!

কিন্তু কেন?

Pregnant Esha Deol is getting married again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2017 12:11 pm
  • Updated:October 4, 2019 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় নয় মাসের গর্ভবতী। যে কোনও দিন প্রসব বেদনা উঠতে পারে। এরমধ্যেই ফের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এষা দেওল। এমন অবস্থায় হঠাৎ এ সিদ্ধান্ত কেন নিলেন হেমা-কন্যা? স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদই বা হল কবে? আবার কাকে বিয়ে করতে চললেন? খবর চাউর হওয়া মাত্র এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

Advertisement

নাহ, ভয় পাওয়ার কোনও কারণ নেই। হেমা-কন্যার সুখের সংসার সুখেই আছে। আর এই পুনর্বিবাহ সে সুখেরই প্রতিফলন। কারণ ভরতকেই ফের বিয়ে করতে চলেছেন এষা। আর এ বিয়ে তিনি করতে চলেছেন শ্বশুরবাড়ির প্রথা মেনেই। আসলে সিন্ধি মতে যখন গর্ভবতীদের সাধ দেওয়া হয়। তার কিছু অন্যরকম নিয়ম থাকে। যে নিয়মে স্বামীর সঙ্গেই ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন মহিলারা। তবে এ বন্ধন সাতটি পাকের হয় না, হয় কেবল তিনটি পাকে। যাতে স্বামী-স্ত্রীর বন্ধন আরও মজবুত হয় এবং আগত সন্তানও ভাল থাকে।

[কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি]

ছোটবেলায় একই স্কুলে পড়তেন ভরত ও এষা। কিন্তু প্রেমে তাঁরা পড়েন ২০১১ সালে হেমার পরিচালিত ‘টেল মি ও খুদা’র সেটে। এক বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেন দু’জনে। এখন পরিবারে নতুন অতিথি আগতপ্রায়। তাকে স্বাগত জানানোর জন্য প্রচুর আয়োজন হচ্ছে তখতানি বাড়িতে। সম্প্রতি গ্রিস থেকে ফটোশুট সেরে এসেছেন হবু বাবা-মা। এবার ২৭ আগস্ট নতুন করে সারবেন বিয়ে।

A post shared by Esha Deol (@imeshadeol) on

[লাল বিকিনিতে সোশ্যাল সাইটে ঝড় তুলেছেন এই অভিনেত্রী]

A post shared by Esha Deol (@imeshadeol) on

A post shared by Esha Deol (@imeshadeol) on

[খোদ সলমনের কড়া চ্যালেঞ্জের মুখে বরুণ ধাওয়ান!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement