সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্যের জের। আসন্ন ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’র প্রচার থেকে বাদ পড়লেন অভিনেতা রাম কাপুর। যদিও এবিষয়ে এখনও অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
চলতি সপ্তাহেই জিওহটস্টারে মুক্তি পাবে ‘মিস্ট্রি’ ওয়েব সিরিজ। বেশ কিছুদিন ধরেই জোর কদমে চলছে প্রচার। সম্প্রতি প্রচারের মাঝে সাক্ষাৎকার দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন অভিনেতা রাম কাপুর। টানা প্রচারের ক্লান্ত, পরিশ্রান্ত। একথা বোঝাতে গিয়ে অভিনেত্রী মোনা সিংহের পাশে বসে তিনি বলেন, “গণধর্ষিত হওয়ার মতো মনে হচ্ছে।” অভিনেতার এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েন তাঁর সহ-অভিনেতারা। তবে বিষয়টা এখানেই থামেনি। রাম কাপুরের মন্তব্যকে নিয়ে তোলপাড় পড়ে যায়।
জানা যায়, ওই মন্তব্য করেই থামেননি অভিনেতা। প্রচারের মাঝে লাগাতার আপত্তিকর মন্তব্য করেছেন। কখনও সাংবাদিকদের আক্রমণ করেছেন। কখনও আবার সহ অভিনেতা-অভিনেত্রীদের। সাংবাদিকের পোশাকের মাপ নিয়েও কথা বলেছিলেন তিনি। লাগাতার এহেন মন্তব্যের জেরে অবেশেষে কড়া পদক্ষেপ করল নির্মাতারা। আসন্ন ওয়েব সিরিজের প্রচার থেকে বাদ দেওয়া হল অভিনেতাকে। প্রসঙ্গত, আগামী ২৭ জুন মুক্তি পাবে ওয়েব সিরিজটি। এর পরিচালকের আসনে রয়েছেন ঋষভ শেঠ। অভিনয় করেছেন রাম কাপুর, মোনা সিং, শিখা তালসানিয়া, দিপক ধর-সহ অন্যান্যরা। এই সিরিজে ডিটেক্টিভের চরিত্রে অভিনয় করেছেন রাম। যিনি কমপালসিভ ডিসঅর্ডার ভুগছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.