সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন সুরকাররা শুধু দুর্গা পুজোকেই মাথায় রেখে গান লিখতেন। সুরকাররা সেই গানে বসাতেন বিশেষ সুর যা পুজোর আমেজটা ফুটিয়ে তোলে পূর্ণমাত্রায়। বাকিটুকু ছিল গায়ক-গায়িকার কণ্ঠের জাদু! সেই দিন এখন গিয়েছে। এখনও যে পুজোর কথা মাথায় রেখে গান তৈরি হয় না, তা নয়! তবে সেই গান যে আর আগের মতো জনপ্রিয় হয় না- সেও এক নির্মম সত্য!
তবে, রণবীর সিংয়ের পুজোর গান আপনার আনন্দে অতিরিক্ত মাত্রা যোগ করবেই! রণবীর যে পুজোর কথা মাথায় রেখে গান তৈরি করেছেন, এমনটা নয়। তবে সেই গান যখন পুজোর মরশুমেই মুক্তি পেল, তখন তাকে পুজোর গান বলতে বাধা কোথায়?
This shit is LIT !!!! 🔥🔥🔥🔥🔥
Advertisement— Ranveer Singh (@RanveerOfficial)
শুনলে অবাক হবেন, ‘ডোন্ট হোল্ড ব্যাক’ বলে গানটি লিখেছেন রণবীর নিজেই! গেয়েছেনও তিনিই! তাঁর স্বভাবজাত পাগলামি আর তরতাজা মনের যুগলবন্দিতে সেই ব়্যাপ পুজো জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! গানের ভিডিও আপনাকে মুগ্ধ করবে!
বিশ্বাস না হলে ক্লিক করে দেখে নিন ভিডিওটা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.