সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সেই পরিচিত কাঞ্জিভরম, চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক৷ মঞ্চে যখন উঠলেন হাততালিতে কান পাতা দায়৷ এর মাঝেই বেজে উঠল ‘পরদেশিয়া’র সুর৷ নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়ে দুলে উঠল ভানুরেখা গণেশনের কোমর৷ সেই ছন্দে বিভোর হয়ে থাকলেন উপস্থিত জনতা৷
আসলে তিনি তো চিরযৌবনা৷ কে না জানে, সময়ও যেন থমকে যায় তাঁর সামনে! ষাট পেরিয়েও তাই তিনি ঝলসে উঠলেন স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৬’র মঞ্চে৷ দুই মিনিটের সেই ম্যাজিক্যাল মুহূর্তের সবচেয়ে কাছ থেকে সাক্ষী ছিলেন সোনম কাপুর৷ রেখাকে ট্রিবিউট জানাতেই তিনি পারফর্ম করছিলেন স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে৷ হয়তো বুঝতেও পারেননি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি৷ তাল মেলানোর চেষ্টা করেও থেমে গিয়েছিলেন বলিউড ডিভার স্বতঃস্ফূর্ততাকে কুর্নিশ জানিয়ে৷ কমতি বোধহয় থাকল শুধু একজনের! কে না জানে, মিঃ নটবরলাল না থাকলে কি পরদেশিয়ার সুর তেমন জমে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.