সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীং তিনি যেখানেই যান খবর কিছু না কিছু হয়েই থাকে। আর তা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তাঁর বাক্যবাণের জন্য। যা তাঁর মুখগহ্বর থেকে নির্গত হয়ে খবরের শিরোনামে উঠে আসে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ঋষি কাপুর মানেই বিস্ফোরক কোনও মন্তব্য। অবশ্য নেটদুনিয়ার বাসিন্দারাও ছেড়ে কথা বলেন না। তবে তাতে কিছু এসে যায় না কাপুর পরিবারের এই সদস্যের। বছরশেষেও সেই পালা অব্যাহত। এবার গান্ধী পরিবারের সঙ্গে কাপুর পরিবারের আভিজাত্যের তুলনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন বর্ষীয়ান অভিনেতা।
[রাম-সীতার নামে ছবির চরিত্র কেন, বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের]
গত শনিবার তাঁর এমন উপলব্ধি হয়েছিল। বলিউডে কাপুর পরিবারের আভিজাত্যের কথা তুলে ধরতে গিয়ে কাপুর পরিবারের চার সদস্য পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, রণধীর কাপুর, রণবীর কাপুরের সঙ্গে কংগ্রেসের চার সভাপতি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর তুলনা করে বসেন।
In all modesty,four generations of actors Prithviraj Kapoor, Raj Kapoor,Randhir Kapoor,Ranbir Kapoor. And four generations of the President of the Congress Party. Jawaharlal Nehru, Indira Gandhi, Rajeev Gandhi,Rahul Gandhi. Only in India 🇮🇳
— Rishi Kapoor (@chintskap)
[বিনামূল্যে দেওয়া হোক স্যানিটারি ন্যাপকিন, আরজি ‘প্যাডম্যান’ অক্ষয়ের]
এতেই আপত্তি তোলে নেটদুনিয়ার একাংশ। কেউ তাঁকে রাহুল গান্ধীর সঙ্গে রণবীরের তুলনা না করার পরামর্শ দেন, কেউ দুই পরিবারের খ্যাতির আকুলতা নিয়ে সমালোচনা করেন। অনেকে আবার নেপোটিজম নিয়েও সওয়াল তোলেন।
Sir please dont compare .rahul gandhu with RANBIR ..
— Upendra (@Sir_PicMan)
The difference is some are born great, some achieve greatness and others have greatness thrust on them; Gandhis/Nehrus fall in the last category
— Sandeep Shriya (@sshriya)
Nepotism at its best.
— Mahtab Kiani (MK) (@kiani89)
এমন অভিজ্ঞতা অবশ্য ঋষির নতুন নয়। কিছুদিন আগেই দিল্লিতে রাজ কাপুরকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঋষি। তিনি নাকি বলেন, ফ্রিতে মদ্যপান করতেই অনুষ্ঠানে গিয়েছেন সাংবাদিকরা। তার আগে আবার ইসলামাবাদের হাতে পাক অধিকৃত কাশ্মীর তুলে দেওয়ার আরজি জানিয়ে বিতর্ক বাড়ান অভিনেতা। আর এভাবে বিতর্কটাকে ক্রমাগত অভ্যাসে পরিনত করে ফেলছেন তিনি।
[মুখে টাকা নিয়ে উদ্দাম নাচ, রিসেপশন পার্টি মাতালেন বিরুষ্কা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.