Advertisement
Advertisement

মুক্তি পেল সরকার ৩-এর ট্রেলার

এবার সুভাষ নাগরে জখম সিংহের মতো ভয়ঙ্কর...

Sarkar 3 Trailer launch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 4:18 pm
  • Updated:January 11, 2021 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : আবার স্বমহিমায় এল ‘সরকার’! আগের থেকে আরও ভয়ঙ্কর, আরও তেজি সে। সদ্য মুক্তি পেয়েছে রামগোপাল বর্মার ‘সরকার ৩’ ছবির ট্রেলার। সেখানে সুভাষ নাগরে চরিত্রে অমিতাভ বচ্চন যেন আরও বেশি জেদি, আরও বেশি কঠোর, আরও বেশি বাস্তবের কাছাকাছি।

Advertisement

ফাঁস স্বরা ভাস্কর অভিনীত ছবির যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও

সুভাষ নাগরের দুই ছেলে বিষ্ণু, শঙ্কর দু’জনই মারা গিয়েছে। দুই সন্তানকে হারিয়ে এবার আরও ভয়ঙ্কর সুভাষ নাগরে। অনেকটা জখম সিংহের মতো। আর এখান থেকেই শুরু রামগোপাল বর্মার সরকার সিরিজের তৃতীয় ছবি। সরকার ৩-তে অনেক নতুন চরিত্র এনেছেন পরিচালক। এমনই একটি চরিত্র শিবাজি। সুভাষ নাগরের নাতি। শিবাজির চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। ইতিমধ্যেই ট্রেলারে তাঁর এন্ট্রি বেশ কেড়েছে।

অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

এছাড়াও ছবিতে রয়েছেন মনোজ বাজপেয়ি, জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম, সুপ্রিয়া পাঠক, রণিত রায়। প্রতিটি চরিত্রই যে বেশ শক্তিশালী, ট্রেলারের ঝলকেই তা বুঝিয়ে দিয়েছেন পরিচালক। এরস প্রযোজিত ‘সরকার ৩’ মুক্তি পেতে চলেছে আগামী ৭ এপ্রিল।

নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ট্রেলারটি…

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement