Advertisement
Advertisement
Sayantika Banerjee

‘তোমায় ছাড়া জীবন…’, সর্বক্ষণের সঙ্গীকে হারালেন সায়ন্তিকা

সোশাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ জানিয়েছেন সায়ন্তিকা।

Sayantika Banerjee lost her pet shiraz
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 22, 2025 4:19 pm
  • Updated:June 22, 2025 4:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুঃসংবাদ। রবিবার সকালে প্রিয় পোষ্য সিরাজকে হারালেন তিনি। সোশাল মিডিয়ায় চারপেয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছেন বিধায়ক। লিখেছেন, ‘তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না। আমরা তোমায় ভালোবাসি সিরাজ।’

Advertisement

সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায় বরাবরই পশুপ্রেমী। কাজ বাদে বাকি সময়টা চারপেয়ে সন্তানদের সঙ্গেই কাটে তাঁর। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে কাটানো নানামুহূর্তের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। রবিবার সকালেও প্রিয় সিরাজের (গোল্ডেন রিট্রিভার) সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। কিন্তু আজ সেখানেই জানিয়েছেন মন খারাপ করা খবর। অভিনেত্রী লিখেছেন, ‘সিরাজ…তুমি আমার হৃদয়টাকে সঙ্গে করে নিয়ে গেছো। তোমাকে ছাড়া আমার জীবনটা আর আগের মতো থাকবে না। আমি তোমায় ভালোবাসি। আমরা সবাই তোমায় ভালোবাসি।’

সায়ন্তিকার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন বহু মানুষ। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রর্তী, সুদীপা বন্দ্যোপাধ্যায়রা। মিমি চক্রবর্তী লিখেছেন, “রেইনবো ব্রিজের ওপারে আমাদের দেখা হবে।” সুদীপা লিখেছেন, “ও আমার তোমার কাছে ফিরবে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ