সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি না মিথ্যে খবর, তা সময়ই বলবে! তবে, শাহরুখ খান যে ছেলে আরিয়ানকে সিনেমায় নামানোর ব্যাপারে রীতিমতো তোড়জোর শুরু করে দিয়েছেন, অনেকেই তা জানাচ্ছেন।
যেমন, সম্প্রতি শাহরুখ খান ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের এক ফিল্ম স্কুলে ভর্তি হয়েছেন। সেখানে তিনি ছেলেকে নানা ছবি দেখিয়ে চলেছেন। ক্লাস করাচ্ছেন অভিনয়ের খুঁটিনাটি ব্যাপারে। এ সব কি আরিয়ানের ছবিতে নামারই ইঙ্গিত?
বলিউড তো তাই বলছে! এও বলছে, ছেলেকে সিনেমায় নামানোর জন্য বলিউডের তাবড় পরিচালক-প্রযোজকের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন শাহরুখ খান। এর আগে যেমন জানা গিয়েছিল, আরিয়ানকে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বানাতে পারেন করণ জোহর। পরে যদিও করণ জোহর সে কথাটা অস্বীকার করেন।
সেরকমই এবার শোনা যাচ্ছে, শাহরুখ যশ রাজ ফিল্মস-এর ব্যানারে ছেলেকে ছবিতে নামাতে চাইছেন। অনেক দিন ধরে কথা চলছে তাঁর সঙ্গে যশ রাজ ফিল্মস-এর, ধুম সিরিজের ছবিতে অভিনয়ের ব্যাপারে। সব ঠিক থাকলে ‘ধুম ৫’-এ একসঙ্গে কাজ করবেন শাহরুখ আর আরিয়ান।
আপাতত, আরিয়ানের সিনেমায় নামার ব্যাপারে খবর বলতে এই! পাকা খবর কবে পাওয়া যাবে, তার জন্য অপেক্ষা চলুক!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.