Advertisement
Advertisement

একটানা তিন মিনিটের শূন্যে ভাসন্ত চুমুর চমক আনল ‘শিবায়’!

হিমালয়ের গিরিকন্দরে ঝুলন্ত তাঁবুর মধ্যে সেই মৈথুনদৃশ্য গায়ে কাঁটা জাগায়!

Shivaay's New Song Darkhaast Will Make You Speechless With Long 3 Minutes Kissing Between Ajay Devgan And Erica Kaar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 5:42 pm
  • Updated:September 23, 2016 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শিবায়’ নিয়ে অনেক কথাই উঠছে! হিমালয়ের পরিপ্রেক্ষিতে দুর্দান্ত স্টান্ট এবং অজয় দেবগণের প্রথম ছবি পরিচালনার কারণেই শুধু নয়। এই ছবিতে না কি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন অজয়!
ব্যাপারটা কী?

Advertisement

shivaay2_web
চুমু! তাও একটানা তিন মিনিট জুড়ে! কোনও কাটছাঁট নেই!
আসলে, নায়িকাদের চুমু খাওয়া নিয়ে বরাবরই একটা কিন্তু-কিন্তু ব্যাপার ছিল অজয় দেবগনের। মনে করে দেখুন ‘খাকি’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে অজয়ের চুমু খাওয়ার দৃশ্য! কোনও মতে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েই কাজটি সেরেছিলেন নায়ক! ‘সত্যাগ্রহ’ ছবিতে একই ব্যাপার হয়েছিল করিনা কাপুর খানের সঙ্গেও। কোনও মতে যেটুকু না হলেই নয়!

shivaay1_web
এবার সেই সব ভুলচুক সুদে-আসলে মিটিয়ে দিলেন অজয় নিজেই! এত দিন যা করা উচিত ছিল, অথচ করা হয়ে ওঠেনি, সেই সব হিসেব মিটিয়ে দিলেন তিন মিনিটে।
সম্প্রতি বিদেশিনী নায়িকা এরিকা কার আর অজয় দেবগনের সেই প্রেমের মুহূর্তের কিছুটা নিয়েই মুক্তি পেল ‘শিবায়’ ছবির নতুন গান ‘দরখাস্ত’। সুনিধি চৌহান আর অরিজিৎ সিংয়ের কণ্ঠে গানটি নিঃসন্দেহে মন ছুঁয়ে যায়।

shivaay3_web
তবে, ওই তিন মিনিটের একটানা চুমুর চমক কিন্তু গানের ভিডিওতে নেই! ওটা বরাদ্দ রাখা হয়েছে প্রেক্ষাগৃহের জন্যই! যাতে বিশাল পর্দায়, হিমালয়ের গিরিকন্দরে ঝুলন্ত তাঁবুর মধ্যে সেই মৈথুনদৃশ্য গায়ে কাঁটা জাগায়!
চিন্তা কী! অক্টোবরের ২৮ তারিখেই তো মুক্তি পাচ্ছে ছবিটা! ততক্ষণ পর্যন্ত ‘দরখাস্ত’-এর ভিডিওয় চোখ রেখেই চলুক প্রতীক্ষার পালা!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement