Advertisement
Advertisement

নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?

‘কিতনে আদমি থে?’ ভাবুন তো গব্বরের এই বিখ্যাত প্রশ্নের উত্তর যদি আপনি ‘সাম্বা’ হয়ে পারেন!

Sholay’s Gabbar singh to gallop on Ramanagaram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 1:06 pm
  • Updated:April 3, 2017 1:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিতনে আদমি থে?’ ভাবুন তো গব্বরের এই বিখ্যাত প্রশ্নের উত্তর যদি আপনি ‘সাম্বা’ হতে পারেন৷ যদি আপনার সামনেই ‘বীরু’কে বাঁচানোর জন্য ‘বাসন্তী’ নেচে ওঠে৷ ‘জয়’ যদি আপন মনে মাউথ অর্গ্যান বাজাতে শুরু করে, তাহলে? তাহলে বুঝবেন সবই কর্নাটক পর্যটন দপ্তরের কীর্তি৷ আজ্ঞে হ্যাঁ, ‘শোলে’র রিল লাইফের ম্যাজিক এভাবেই থ্রিডি রিয়্যালিটির মাধ্যমে ফিরিয়ে আনতে চলেছে কর্নাটক সরকার৷

Advertisement

[বিরল রোগে আক্রান্ত ৩ বাংলাদেশির চিকিৎসায় পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া]

কর্নাটকের রামনগরম জেলার পাহাড়ি এলাকায় ‘শোলে’র শুটিং করেছিলেন পরিচালক রমেশ সিপ্পি৷ জানা গিয়েছে, সেখানেই গড়ে উঠবে এই অত্যাধুনিক থ্রি-ডি ভারচুয়াল রিয়্যালিটি ভিলেজ৷ যেখানে ছবির বিখ্যাত দৃশ্যগুলি সাজিয়ে তোলা হবে থ্রি-ডি পেন্টিং ও ভারচুয়াল রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে৷ শুধুমাত্র দর্শন নয়, নিজের পছন্দের চরিত্র অনুযায়ী সেই দৃশ্যে অংশগ্রহণও করতে পারবেন দর্শকরা৷ ধরুন গব্বর যদি বলে ওঠে ‘ইয়ে হাত হামকো দে দে ঠাকুর?’, তাহলে ঠাকুরের বদলে আপনিও উত্তর দিতে পারবেন৷

[‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’]

সাতের দশকের সেই নস্টালজিয়াকে ফেরত আনার জন্য ইতিমধ্যে ৪২,১৮৪ স্কয়ার ফিট এলাকা বেছে নিয়েছে কর্নাটকের পর্যটন দপ্তর৷ খরচ বরাদ্দ করা হয়েছে সাড়ে সাত কোটি টাকা৷ হয় পিপিপি মডেলে, নয়তো পুরোটাই সরকারি খরচে পুরো ভারচুয়াল রামগড় গড়ে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে৷

[‘৫০০ টাকা দেয়নি ইয়াহিয়া, অর্ধেক দেশ দিয়ে ঋণ মেটাচ্ছে পাকিস্তান’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস