Advertisement
Advertisement

দীপিকা-রণবীরের বিয়ের ছবি নিয়ে এ কী পোস্ট করলেন স্মৃতি ইরানি?

লেক কোমোয় আজ সিন্ধি মতে বিয়ে চলছে দীপিকা-রণবীরের৷

Smriti Irani waiting for Deepika-Ranveer's wedding pics
Published by: Sayani Sen
  • Posted:November 15, 2018 4:11 pm
  • Updated:November 15, 2018 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের সেটে একটি চুমু৷ আর তাতেই ‘পদ্মাবত’-এর মন জয়৷ ছ’বছর ধরে খিলজির সঙ্গে চলে প্রেম কাহিনি৷ এই নিয়ে কানাঘুসো কম হয়নি৷ সিনে অনুরাগীদের আগ্রহেরও অন্ত ছিল না৷ ছ’বছরের প্রেম পরিণতি পেল বুধবার৷ কোঙ্কনি প্রথায় চারহাত এক হয় ‘দীপবীর’-এর৷ হাই-প্রোফাইল এই বিয়ে নিয়ে ফ্যানেদের আগ্রহের শেষ নেই৷ কেমন দেখতে লাগছিল রণবীর-দীপিকাকে? সব্যসাচীর ডিজাইনিং পোশাকে কেমন লাগছিল ‘পদ্মাবত’-কে তা নিয়ে আগ্রহের পারদ চড়ছে সিনে অনুরাগীদের৷ ছবি দেখার অপেক্ষায় রয়েছেন স্মৃতি ইরানিও৷ একটি টুইটের মাধ্যমে সেকথা জানিয়েছেন তিনি৷

Advertisement

[পরিণতি পেল প্রেম, প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও]

কোঙ্কনি রীতিতে ওইদিনই পরিণতি পায় দুজনের প্রেম৷ বাঁধা পড়ে দুটি মন৷ বৃহস্পতিবার সিন্ধি প্রথায় বিয়ের অনুষ্ঠান চলছে দীপবীরের৷ দু’দিনের অনুষ্ঠানের ছবি যাতে কেউ তুলতে না পারেন, তাই নিরাপত্তারও বন্দোবস্ত করেছেন সেলেব কাপল৷ যদিও পাপারাৎজিদের আটকানো যায়নি৷ তাঁদের তোলা একটি ভিডিও আপাতত কাঁপাচ্ছে নেটদুনিয়া৷ ওই ভিডিও দূর থেকে দেখা গিয়েছে নবদম্পতিকে৷ কিন্তু সদ্য জুটি বাঁধা দীপিকা-রণবীরকে ভালভাবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই৷ উৎসুক স্মৃতি ইরানিও৷

[ইতালিতেই কেন গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? এই ১০টি কারণই নেপথ্যে]

বৃহস্পতিবার কঙ্কালের ছবি দিয়ে একটি টুইট করেন তিনি৷ স্মৃতি লেখেন, দীপবীরের বিয়ের ছবি দেখার অপেক্ষায় থাকতে থাকতে এরকমই অবস্থা হয়েছে উৎসুকদের৷ ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখেন, “হোয়েন ইউ হ্যাভ ওয়েটেড ফর সো লং”, অপেক্ষার পরিমাণ বোঝাতে এই লং বানানে বেশ কয়েকটি অতিরিক্ত ‘জি’ যোগ করেছেন তিনি। বলা যেতে পারে, খানিকটা মজা করেছেন সুষমা৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@smritiiraniofficial) on

ছবির মতো সাজানো লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেও৷ সেখানেই প্রেম পরিণতি পাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন দীপবীর৷ সেই অনুযায়ী সেজে উঠেছে বিলাসবহুল এই প্রাসাদ৷ গোলাপ, লিলি ফুলে চতুর্দিকে প্রেম-প্রেম ভাব৷ তারই মাঝে মেহেন্দি, সংগীতের আয়োজন করা হয়৷ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে সেলিব্রিটি কাপলের বিয়ের অনুষ্ঠান৷ ওইদিন সকালে শুভা মুদগলের গানের সুরে মেহেন্দি অনুষ্ঠানে আবেগ সামলাতে পারলেন না ‘দীপ্পি’৷ কেঁদে ফেলেন তিনি৷ হবু স্ত্রীর চোখের জল দেখতে পারেননি রোম্যান্টিক রণবীর৷ জড়িয়ে ধরেন তাঁকে৷ দীপিকার হাতে মেহেন্দি৷ তাই বলে কি না খেয়ে থাকবে নাকি সে৷ কেয়ারিং স্বামীর মতো দীপিকাকে খাইয়েও দেন রণবীর৷ এত কিছুর পর রিটার্ন গিফটও পেলেন রণবীর৷ ভাবছেন বড় অংকের কিছু উপহার রণবীরকে দিয়েছেন দীপিকা? মোটেই না৷ সবার সামনেই রণবীরকে একটি চুমু দেন দীপিকা৷ কী রোম্যান্টিক তাই না! 

 

[বাজিরাও পেলেন মস্তানিকে, বিয়ে হয়ে গেল রণবীর-দীপিকার]

যদিও শোনা যাচ্ছে, আজ সন্ধে ছ’টা নাগাদই নাকি সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করবেন বলিউডের সেলেব কাপল৷ সাতটায় পার্টিরও আয়োজন করা হয়েছে৷ ওই অনুষ্ঠানে দীপিকা-রণবীরের আত্মীয়রা ছাড়াও থাকবেন খুব কাছের আরও ৩০ জন৷ বলিউডের বেশ কয়েকজনকেও নাকি দেখা যেতে পারে এই অনুষ্ঠানে৷ দীপবীরের বিয়ের ছবি দেখার অপেক্ষায় আপাতত সময় গুনছেন উৎসুকরা৷ 

[উপহারের বদলে বিয়েতে এটাই চাইলেন রণবীর-দীপিকা]

বিয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ‘দীপবীর’৷ করণ জোহরই প্রথম অভিনন্দন জানান তাঁদের৷ অভিনব টুইটের মাধ্যমে ভারতের ডেয়ারি সংস্থা ‘আমুল’ শুভেচ্ছা জানিয়েছে দীপিকা-রণবীরকে৷ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@amul_india) on

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement