Advertisement
Advertisement

নতুন ছবিতে কোন অবতারে সোনাক্ষী?

সকাল সকাল প্রতিজ্ঞা করেছেন তিনি, আর কোনও দিন মদ খাবেন না!

Sonakshi Sinha offers sneak peek into Noor's life on her birthday, watch video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 3:59 pm
  • Updated:June 2, 2016 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল প্রতিজ্ঞা করেছেন তিনি, আর কোনও দিন মদ খাবেন না!
সোনাক্ষী সিনহা না কি নূর?
আসলে, সোনাক্ষীকেই এবার দুনিয়া চিনতে চলেছে নূর নামে। নতুন ছবির সৌজন্যে।
ছবির নামও নূর।
 আজ জন্মদিনে নতুন ছবি নূর-কে এভাবেই ভক্তদের সামনে নিয়ে এলেন সোনাক্ষী। তাও বেশ বিস্ফোরক বক্তব্য নিয়েই।

Advertisement

noor2_web
সোনাক্ষীর এই কমেডি ক্রাইম থ্রিলার যে বইটি নিয়ে গড়ে উঠেছে, তার নাম করাচি ‘ইউ আর কিলিং মি’! বইটি লিখেছেন পাকিস্তানের সাংবাদিক সাবা ইমতিয়াজ। ছবিতে এই সাবা ইমতিয়াজের ভূমিকাতেই অভিনয় করছেন সোনাক্ষী।
তবে, পাকিস্তান এবং তার মেয়ে বললেই আমাদের চোখের সামনে যেরকম একটা বোরখা পরা চেহারা ভেসে ওঠে, নূর কিন্তু আদপেই সেরকম নয়। সে একটি কট্টর মৌলবাদী দেশে বাস করেও খোলা হাওয়ার পন্থী। এই মেয়ে চুটিয়ে ওল্ড মঙ্ক খায় রাতের বেলায়, সকালে অসহ্য হ্যাংওভার নিয়ে ঘুম থেকে ওঠে। এবং, প্রতিজ্ঞাও করে সোশ্যাল মিডিয়ায়, আর কোনও দিন মদ ছোঁবে না।

noor1_web
বোরখা বা রক্ষণশীলতারও ধার ধারে না নূর।
তাহলে ঠিক কোন পথে এগোচ্ছে নূরের জীবন? করাচিই বা ঠিক কী বিপদ নিয়ে ওত পেতে রয়েছে তার জন্য?
জানতে হলে চোখ রাখুন এই ভিডিওয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement