সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিন পেরিয়ে গিয়েছে। রাশি রাশি শুভেচ্ছাও পেয়েছেন। কিন্তু এই শুভেচ্ছার ভিড়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভেচ্ছাটিই চোখ এড়িয়ে গেল সোনম কাপুরের। আর তার জেরেই নায়িকাকে পড়তে হল বিপাকে। ‘খুবসুরত’ অভিনেত্রীর উপর রেগে গেলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন।
[উপার্জনের অঙ্কে শাহরুখ, সলমনের সঙ্গে ‘ফোর্বস’ তালিকায় ঠাঁই অক্ষয়েরও]
জুন মাসের ৯ তারিখ ৩২ বছরে পা দিলেন অভিনেত্রী। সারা বিশ্ব থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। সকলকে না পারলেও কিছু সেলিব্রিটি বন্ধুদের উত্তর দিয়েছেন সোনম। কিন্তু বাদ পড়ে গিয়েছেন বলিউডের শাহেনশাই। বিষয়টি সামনে আসে যখন সুনীল শেট্টির শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় সোনম টুইটারে তাঁকে ধন্যবাদ জানান। তখনই বিষয়টি নায়িকার নজরে আনেন স্বয়ং বিগ বি। অনিলতনয়া তাঁর শুভেচ্ছাবার্তার উত্তর না দেওয়ায় বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি। টুইটে সেকথা প্রকাশ্যেই জানান অমিতাভ।
Thank you so so much!! Tons and tons of love
— Sonam Kapoor (@sonamakapoor)
… and what about ME .. this is Amitabh Bachchan my dear .. i sent you an sms on your birthday and you never replied ..aaarrrgghh !!😡
— Amitabh Bachchan (@SrBachchan)
বিগ বির টুইট দেখেই টনক নড়ে বলিউড বিউটির। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ক্ষমা চেয়ে নেন। জানান শুভেচ্ছার এই ভিড়ে শাহেনশার বার্তাটি তিনি দেখতেই পাননি। অভিষেক বচ্চনের মেসেজটি তাঁর নজরে পড়েছিল। কিন্তু সিনিয়র বচ্চনের বার্তাটি নাকি খেয়ালই করেননি।
Oh my god sir!! I didn’t get it!! I always reply!! Thank you so much! I got message 🙈🙈🙈 I’m so so sorry
— Sonam Kapoor (@sonamakapoor)
নায়িকার এই স্বীকারোক্তির পরও নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই নায়িকাকে কটাক্ষ করে লেখেন, তাঁরাও উত্তর পাননি। তবে অমিতাভ কন্যাসম তারকাকে ক্ষমা করেছেন কি না, সে খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
Even I tweeted, u didn’t replied Sonam. I am Abhay Raghav 🎂
— Abhay Raghav (@RaghavAbhay)
We should always give respect to elders and juniors on every ground.
By the way u also not respond my tweet.
Great msg given by— Bhaskar Rao (@cbrsrk)
[OMG! সলমনের বাড়ির শৌচালয়ে লুকিয়ে বসে কে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.