Advertisement
Advertisement

Breaking News

Kanchan Mullick-Sreemoyee Chattoraj

‘মাই লাভ…’, মাঝরাতে কীভাবে কাঞ্চনের জন্মদিন সেলিব্রেশন শ্রীময়ীর?

কাঞ্চনের উদ্দেশে খোলা চিঠিও লিখলেন শ্রীময়ী।

Sreemoyee Chattoraj celebrates Kanchan Mullick's birthday
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 6, 2025 11:16 am
  • Updated:May 6, 2025 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক-প্রেমিকা থেকে গতবছরই স্বামী-স্ত্রী হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick-Sreemoyee Chattoraj)। এখন তাঁরা বাবা-মা। এবার মেয়েকে সঙ্গে নিয়েই মাঝরাতে স্বামীর জন্মদিন সেলিব্রেশনে মাতলেন শ্রীময়ী। সোশাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন তিনজনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি। এখানেই শেষ নয়, সকালে কাঞ্চনের উদ্দেশে খোলা চিঠি লিখলেন শ্রীময়ী।

আজ মঙ্গলবার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন। স্বাভাবিকভাবেই তা নিয়ে আগেভাগেই প্ল্যান করেছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বাজতেই শুরু হয় সেলিব্রেশন। বাবার জন্মদিন মিস করেনি ছোট্ট কৃষভিও। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। কেক কাটা ও গিফট পর্ব মিটতেই তিনজন চুটিয়ে ফটোশুটও করেন। সেই ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করে বরকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীময়ী। লিখেছেন, “শুভ জন্মদিন আমার ভালোবাসা।” সেই ছবিতেই দেখা যাচ্ছ, কাঞ্চনের পরনে একটি কুর্তা। কালো নুডল স্ট্র্যাপ গাউনে সেজেছিলেন শ্রীময়ী। বাবার জন্মদিনে কৃষভি পরেছিল হলুদ জামা। 

Kanchan Mullick-Sreemoyee Chattoraj

মঙ্গলবার সকালে কাঞ্চনের উদ্দেশে খোলা চিঠি লিখলেন শ্রীময়ী। ফেসবুকে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন দুষ্টু কাঞ্চন। নিজের জীবনটা তুমি অন্য়ের কথা ভেবেই কাটিয়েছ। কখনও স্বামী হিসেবে, কখনও ছেলে, কখনও বাবা হিসেবে। কিন্তু নিজের জন্য ভাবনি। কিন্তু আমি আর কৃষভি প্রতিমুহূর্তে তোমার পাশে আছি, ভালোবাসি, মাম্মা।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement