Advertisement
Advertisement

সিক্যুয়েলেও নায়িকা শ্রীদেবীই, কিন্তু তাঁর ‘মিস্টার ইন্ডিয়া’ কে?

শোনা যাচ্ছে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিটির সিক্যুয়েল তৈরির কাজ শুরু হতে চলেছে শীঘ্রই।

Sridevi gears up for Mr. India sequels
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 6:57 pm
  • Updated:September 23, 2016 6:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম সাড়া জাগানো বলিউড ফিল্ম ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুর, শ্রীদেবী, অমরীশ পুরি, অনু কাপুরের মতো অভিনেতাদের দুর্দান্ত কাজ জয় করেছিল দর্শকের মন। ছবির প্রত্যেকটি দৃশ্য এবং প্রেক্ষাপট আজও যেন জ্বলজ্বল করছে সিনেপ্রেমীদের মনে। ১৯৮৭ সাল থেকে আজ অবধি সেই উৎসাহ যেন এতটুকুও কমেনি। কিন্তু দর্শকদের এই সীমিত আনন্দ দিয়ে মনে হয় খুশি নন স্বয়ং মিস্টার ইন্ডিয়া। আর তাই সেলুলয়েডে কাঁপাতে আবার পর্দায় ফিরছেন তিনি সেই ছবিরই সিক্যুয়েল নিয়ে।

Advertisement

1987_mr_india3-530x361

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিটির সিক্যুয়েল তৈরির কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। আর এই ছবি তৈরির প্রাথমিক খবরই দর্শকদের মধ্যে তৈরি করেছিল প্রবল উৎসাহ। ছবির সিক্যুয়েল তৈরি হওয়া নিয়ে কথাবার্তা হলেও, এই ছবিতে কোন অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা হচ্ছে, সেই বিষয়ে কোনওরকম তথ্যই পাওয়া যায়নি সেই সময়।

কিন্তু এখন কানাঘুষো শোনা যাচ্ছে, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েলেও অভিনয় করতে চলেছেন শ্রীদেবী। আর সেই ছবিতে কাজ করার জন্য রীতিমতো প্রস্তুতি নেওয়া শুরু করেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নায়িকা নাকি নিজের হেয়ার স্টাইলিস্ট এবং কস্টিউম ডিজাইনারকে তলব করেছেন।

মনে হচ্ছে, ‘হাওয়া হাওয়াই’-এর ছন্দে ফের দর্শকদের মাতাতে সেই মিষ্টি সাংবাদিকটি তৈরি। এখন কেবল ‘মিস্টার ইন্ডিয়া’-র দেখা দেওয়ার অপেক্ষা!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস