সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে আস্ত IIFA অনুষ্ঠান হয়ে গেল। অথচ বলিউডের বন্ধুদের পাশে তাঁর দেখা মিলল না। কেন? এতদিনে কম-বেশি অনেকেই জেনে গিয়েছেন সেই কারণ। কারণ ছুটি কাটাতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।
অনেক আগে থেকেই করা ছিল পরিকল্পনা। পুরো ট্যুর সাজিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। মায়ের কড়া নির্দেশ ছিল, এই জন্মদিনটা পিগি চপসকে পরিবারের সঙ্গেই কাটাতে হবে। নিজের ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিতেই হবে তাঁকে। মায়ের সে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন ‘দেসি গার্ল’।
পুরো পরিবার নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছেন নায়িকা। আর সেখানে ‘মারমেড’দের সঙ্গে জন্মদিন ভালই কাটাচ্ছেন অভিনেত্রী।
হাতে একগাদা কাজ। সামনেই ‘কোয়ান্টিকো’র নতুন সিরিজ শুরু হবে। হাতে রয়েছে ‘এ কিড লাইক জেক’ ও ‘ইজন’ট ইট রোমান্টিক’-এর মতো হলিউড ছবি। এর মাঝে জন্মদিনের এই ব্রেকটা সত্যিই তাঁর প্রয়োজন ছিল। তাই মায়ের কথা শুনে বেশ কাজ হয়েছে প্রিয়াঙ্কার। ৩৫ বছরের জন্মদিনটা বেশ ভালই কাটল তাঁর।
[চিত্রনাট্য নকলের অভিযোগ, মুক্তির আগেই বিপাকে অক্ষয়ের ছবি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.