Advertisement
Advertisement

জন্মদিনে হৃতিককে এমন মিষ্টি শুভেচ্ছা সুজানই জানাতে পারেন

ক্লিক করে দেখে বলুন তো তবে কি প্রেম আবার উঁকি দিচ্ছে এই ‘প্রাক্তন’ সম্পর্কে?

Sussanne wishes Hrithik on his Birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 7:46 pm
  • Updated:January 10, 2017 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুগ্গুর জন্মদিন৷ সারা দেশ শুভেচ্ছা জানিয়েছে৷ সকাল থেকেই বন্যা বয়ে যাচ্ছে বার্থ ডে উইশের৷ ফেসবুকের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে বার্থ ডে বয় হৃতিক রোশনের নাম৷

Advertisement

তবে, এত শুভেচ্ছার মধ্যেও আলাদা একটি শুভেচ্ছা৷ বিশেষ৷ কারণ এই শুভেচ্ছা হৃতিককে জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান৷ হৃতিকের জন্মদিনকে হ্যাপিয়েস্ট করে তুলেছে তাঁর এই ইনস্টাগ্রাম পোস্ট৷ যাতে নিজের ফরাসি ভাষায় প্রাক্তন স্বামীকে ‘পবিত্র হৃদয়’ বলে উল্লেখ করেছেন সুজান৷

বিচ্ছেদেরও পরও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছেন হৃতিক-সুজান৷ অনেকটাই নিজেদের সন্তানের খাতিরে৷ সম্প্রতি সন্তানদের সঙ্গে নিয়ে ফ্যামিলি হলি ডেও পালন করেছেন দু’জনে৷ তবে জন্মদিনে সুজানের এই ইনস্টা পোস্ট জন্ম দিয়েছে নতুন এক প্রশ্নের৷ তবে প্রেম আবার উঁকি দিচ্ছে এই ‘প্রাক্তন’ সম্পর্কে?

আরও পড়ুন –

‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা

ব্যবসার রেকর্ডে নয়া ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement