Advertisement
Advertisement
Tathagata Mukherjee

আলো-আঁধারিতে বাহুডোরে আলোকবর্ষা! উৎসবের মরশুমে ঘনিষ্ঠ ছবি পোস্ট তথাগতর

কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।

Tathagata Mukherjee shares romantic moments with Alokbarsha Bose
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 29, 2025 12:17 pm
  • Updated:September 29, 2025 12:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথাগত মুখোপাধ্যায়ের প্রেমের কথা আর কারও অজানা নয়।অলোকবর্ষার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন পরিচালক-অভিনেতা। উৎসবের আবহে সোশাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করলেন তথাগত। কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।

Advertisement

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে বাহুডোরে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে তথাগত মুখোপাধ্যায় ও আলোকবর্ষা বোস। কোনও ছবিতে কপালে-কপাল, কোনওটিতে আবার আদুরে চুমু। তাঁদের এই মিষ্টি মুহূর্তের সাক্ষী যেন ব্যালকনির ওপারে থাকা গোটা শহর। ছবির ক্যাপশনে তথাগত লেখেন, “আমি কোনও জীবনবোদ্ধা নই। একজন সাধারণ দর্শক হিসেবে বলছি, ছবিতে শুধু খোলসটাই থেকে যায়, বাকি সব হিসেব নিকেশের অংক কিন্তু লুকনো।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রাক্তন স্ত্রী দেবলীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী বিবৃতির সঙ্গে নাম জড়িয়েছিল তথাগতর। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গেলেও তা নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি। তবে বারবার বলেছিলেন, সম্পর্কে জ়ড়ালে নিজেই সেকথা জানাবেন। পরবর্তীতে ‘রাস’ ছবির সেট থেকেই তথাগতর সঙ্গে নাম জড়ায় আলোকবর্ষাj। গত ফেব্রুয়ারিতে প্রেমের কথা প্রকাশ্যে আসেন পরিচালক। প্রেমের কথা ঘোষণা করার পর এটা তাঁদের প্রথম পুজো। ফলে এই পুজো যে খুব স্পেশাল, তা বলাই বাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ