Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bose-Sharly Modak

বিয়ের দু’মাসের মধ্যেই দূরত্ব বেড়েছে শার্লি-অভিষেকের! ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু জল্পনা

এই পোস্টের কী কারণ তা নেটিজেনদের কাছে এখনও পরিষ্কার নয়।

Abhishek Bose-Sharly Modak instagram post spread divorce buzz
Published by: Arani Bhattacharya
  • Posted:July 10, 2025 9:11 am
  • Updated:July 10, 2025 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফুলকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কের সূত্রপাত। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক বসু ও শার্লি মোদক। চলতি বছরের এপ্রিল মাসে আত্মীয় বন্ধু ও ঘনিষ্ঠ জনেরদের নিয়ে শহরের এক পাঁচ তারা ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবি নিজের অনুরাগীদের সঙ্গে। কিন্তু বিয়ের ঠিক দু মাসের মাথায় হঠাৎই ফের তুমুল আলোচনার শীর্ষে তাঁরা। কেন? কারণ তাঁদের দু’জনের সোশাল মিডিয়ার দুটি পোস্ট ঘিরে হঠাৎই শুরু হয়েছে জল্পনা।

Advertisement

বুধবার অভিষেক ও শার্লি দু’জনেই নিজেদের ইনস্টাগ্রামে হঠাৎই বিস্ফোরক এক পোস্ট করেন। তারপর থেকেই শুরু হয়েছে তাঁদের নিয়ে বিচ্ছেদের গুঞ্জন। অভিষেক এদিন তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘অনেক সময় কিছু কিছু বিষয় তোমার মন ভেঙে দিতে পারে। কিন্তু তোমাকে তোমার দৃষ্টি সঠিক রেখে শক্ত থাকতে হবে।’ অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে শার্লি লেখেন, ‘কোনও কিছুই পার্মানেন্ট নয়।’ ব্যস জল্পনার সূত্রপাত এখান থেকেই। তাঁদের দু’জনের এই পোস্ট থেকেই হঠাৎ তাঁদের অনুরাগীদের মনে দানা বেধেছে আশঙ্কা। অনেকেই ভাবছেন হঠাৎ কী হল যে বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই দু’জনেই একইরকমের মনখারাপ করা পোস্ট কেন করলেন ? তাহলে কি পছন্দের জুটির মধ্যে দূরত্ব বেড়েছে? 

সত্যিই কি টেলি দুনিয়ার নব দম্পতির সম্পর্কে দূরত্ব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ তা যদি খোলসা করেননি তাঁরা কেউই। তবে এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় শার্লি-অভিষেকের বিয়ের ছবি ও নানা মুহূর্তের বহু আদুরে ছবি ও ভিডিও। তাই এই পোস্টের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নেটিজেনদের কাছে এখনও ঠিক পরিষ্কার নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement