Advertisement
Advertisement
Haryana Model

হরিয়ানা মডেলকে খুনের কথা স্বীকার ‘প্রেমিকে’র! ত্রিকোণ প্রেমের জেরেই করুণ পরিণতি?

শীতলের দিদি নেহা অভিযোগ আগেই জানিয়েছিল সুনীলের বিরুদ্ধে।

Accused confessed on Haryana Model Sheetal Choudhary's murder after arrest

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 17, 2025 11:23 am
  • Updated:June 17, 2025 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হরিয়ানার মডেল শীতল। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করার পর তাঁর দেহ উদ্ধার হয় পুলিশি তৎপরতায়। এবার হরিয়ানার মডেল খুনে নয়া মোড়। গ্রেপ্তার করা হয়েছে মডেলের ‘প্রেমিক’কে। পুলিশি জেরায় যিনি নাকি খুনের কথা স্বীকারও করেছেন।  

মডেল শীতল খুনে অভিযুক্ত সুনীলকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, জেরার মুখে সে স্বীকার করেছে যে সে-ই শীতলকে খুন করেছিল। খুন করার পর গাড়িটি সে খালে ফেলে দেয়। সেই গাড়িতেই ছিল শীতলের দেহও। রবিবার হরিয়ানা পুলিশ ওই গাড়ি উদ্ধার করে পানিপথের কাছে একটি খালে। কিন্তু শীতলকে সেখানে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, শীতলকে খুনের পর সেখান থেকে পালিয়ে যায় সুনীল এবং হাসপাতালে গিয়ে ভর্তি হয় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, এই কারণ দেখিয়ে। এভাবেই গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল সুনীলের। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত সুনীল। সোমবার সোনিপথের কাছে খাল থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় শীতলের। তাঁর হাতের ট্যাটু দেখে দেহ শনাক্ত করা হয়। দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতলের দেহ পানিপথের ওই খাল থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত ভেসে গিয়েছিল।

উল্লেখ্য, রবিবার আহার গ্রামে মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়েছিলেন। নির্দিষ্ট সময় পরেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এরপরই মেলে শীতলের দেহ। প্রথম থেকেই অভিযুক্ত সুনীলকে দুষেছেন শীতলের দিদি নেহা। নেহা দাবি করেছিলেন শীতলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত। কর্ণালের হোটেলে কাজ করার সময়ই সুনীলের সঙ্গে পরিচয় হয় শীতলের। নেহার আরও দাবি তাঁর বোন শীতল তাঁকে সেদিন ফোনে জানিয়েছিলেন যে এদিন শুটিং ফ্লোরেও নাকি সুনীল তাঁর বোনকে বেধড়ক মারধর করেছিল। শুধু তাই নয়, তাঁকে বাইরে বেড়াতে যাওয়ার জন্যও বারবার বলতে থাকে। নেহা সুনীলের কথায় রাজি না হওয়াতেই পরিস্থিতি জটিল হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই সন্তানের সুনীল বিয়ের প্রস্তাব দিয়েছিল শীতলকে। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দেন বিবাহিতা শীতল। যাঁর পাঁচ মাসের একটি সন্তানও রয়েছে। তবে কি ত্রিকোণ প্রেম কিংবা সম্পর্কের এই জটিলতার কারণেই করুণ পরিণতি হল শীতলের? উঠছে প্রশ্ন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement