Advertisement
Advertisement
Ahona Dutta

‘যতদিন টাকা আছে, ততদিন ভালো…’, নাতনি হওয়ার খবর শুনেও ‘অভিমানী’ অহনার মা?

কেমন আছেন? হাসপাতাল থেকে নিজেই জানালেন অহনা দত্ত।

Actress Ahona Dutta blessed with baby girl, Mother Chandni Ganguly reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:July 29, 2025 11:06 am
  • Updated:July 29, 2025 11:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই অহনার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। স্বামী রূপটান শিল্পী দীপঙ্কর দে বাবা হওয়ার সুখবর ভাগ করে নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই জানান দিয়েছেন যে তাঁদের সংসারে লক্ষ্মীর আগমন ঘটেছে। প্রেগন্যান্সি পর্বে মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গ পাননি অভিনেত্রী। বিয়ের পর থেকেই মা-মেয়ের সম্পর্কের অবনতি ঘটেছে! সেই সমীকরণ নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। এবার নাতনি হওয়ার পর কি মান-অভিমানের পালা মিটল? সেই কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

খবর, অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায় জানতেনই না যে তিনি দিদা হয়েছেন। সংবাদমাধ্যমের তরফেই খবর পান। তবে সদ্যোজাত নাতনির মঙ্গলকামনা করতে ভোলেননি তিনি। চাঁদনির মন্তব্য, সবাই যেন সুস্থ থাকে। তবে এই আনন্দঘন দিনেও আক্ষেপ ‘মিশকা’র মায়ের। কেন? অহনার মা বলছেন, “স্বামীর সাহায্য ছাড়া একা মেয়েকে মানুষ করেছি। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। এভাবে মেয়েকে কেড়ে নেবে ভাবতেও পারিনি।” তবে তিনি যে অহনাকে মিস করেন সেটা তাঁর কথাবার্তাতেই পরিস্কার। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, “অহনা অনেক টাকা রোজগার করুক, প্রার্থনা করব। আর ওই রূপটান শিল্পীকে বাড়ি-গাড়ি করে দিক। যত দিন টাকা আছে, ততদিনই ভালো থাকবে।” তাহলে কি নাতনি হওয়ার পরও ‘অভিমানী’ অহনার মা? সে উত্তর অধরা থাকলেও সদ্য মাতৃত্বসুখ লাভ করা অহনা কিন্তু দারুণ উচ্ছ্বসিত।

হাসপাতাল থেকেই ভিডিও শেয়ার করে শুভানুধ্যায়ী, অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। অহনা জানিয়েছেন, তিনি এবং সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন। পাশেই দাঁড়িয়ে থাকা দীপঙ্করের চোখেমুখেও উচ্ছ্বাস ধরা পড়ল। এদিকে মঙ্গলবার সকালে একরত্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা। দেখা গেল, হাসপাতালের বেডে মেয়েকে আগলে রয়েছেন অহনা দত্ত। তবে মেয়ের মুখ দেখাননি তিনি। কথা দিয়েছেন, খুব শিগগিরিই পরিচয় করিয়ে দেবেন সংসারের নতুন সদস্যের সঙ্গে।

প্রসঙ্গত, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তবে তাঁর বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। মা চাঁদনী গাঙ্গুলির অমতেই রূপটান শিল্পী দীপঙ্করকে বিয়ে করেন অহনা দত্ত। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন অহনা-দীপঙ্কর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ