Advertisement
Advertisement
Ahona Dutta

‘জীবনের সেরা দিন’, আবার কোন খুশির খবর এল অহনার জীবনে?

জীবনে আরও খনিকটা পজিটিভিটি পেলেন অভিনেত্রী অহনা।

actress Ahona Dutta's post of meeting with sadguru
Published by: Arani Bhattacharya
  • Posted:September 13, 2025 7:16 pm
  • Updated:September 13, 2025 7:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন পর্দার ‘মিশকা’ অভিনেত্রী অহনা দত্ত। জীবনে সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন অভিনেত্রী। সমস্ত জটিলতাকে দূরে সরিয়ে রেখে শুধু ভালো নির্যাসটুকু নিতে পারেন অহনা। মা হওয়ার পর সেই প্রবণতা তাঁর আরও বেড়েছে। এবার জীবনে আরও খনিকটা পজিটিভিটি পেলেন অভিনেত্রী অহনা।

Advertisement

এবার সদগুরুর সঙ্গে কলকাতায় সাক্ষাৎ সারলেন অহনা। ইতিমধ্যেই সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘মিশকা’। পরনে সাদা রঙের পোশাকএকগাল হাসি মুখে সদগুরুর সাক্ষাতে অহনার জীবনে যে ভালো মুহূর্তের অভিজ্ঞতা সঞ্চার হয়েছে তা তিনি জানাতে ভোলেননি নেটপাড়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সেরা দিন।’ সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ইশা ফাউন্ডেশনকে।

সম্প্রতি মা হয়েছেন অহনা। মেয়েকে নিয়ে নানা মুহূর্তের অভিজ্ঞতা অহনা ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, পুরো মাতৃত্বের জার্নিটা নিয়েই অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। কেউ তাঁকে কটাক্ষ করেছেন কেউ আবার তাঁকে নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে খারাপটা সরিয়ে রেখে ভালোটুকুই নিতে শিখেছেন বরাবর অহনা। তবে এদিন সন্তানকে নিয়ে নানা মন্তব্য সহ্য করতে না পেরে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন পর্দার ‘মিশকা’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ