Advertisement
Advertisement

হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন, টলিউডের গণ্ডি পেরিয়ে এবার মুম্বইতে অভিনেত্রী

এই মেগা সিরিয়ালের হাত ধরেই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন চিত্রনাট্যকার তথা গল্পকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ও।

Actress Sandipta Sen to debut in Hindi serial
Published by: Sandipta Bhanja
  • Posted:July 15, 2025 12:26 pm
  • Updated:July 15, 2025 2:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক বাদে টেলিপর্দায় সন্দীপ্তা সেন। তবে এবার বাংলা সিরিয়ালে নয়, অভিনেত্রীকে দেখা যাবে খ্যাতনামা হিন্দি টেলিভিশন চ্যানেলের মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে। টলিপাড়ার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপ্তা। আঠেরো বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু, তার পর একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু মধ্যিখানে বেশ কয়েক বছর টেলিপর্দা থেকে দূরত্ব বাড়িয়ে তিনি ব্যস্ত ছিলেন সিরিজ এবং সিনেমার কাজ নিয়ে। তবে এবার ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন হিন্দি সিরিয়ালের সুবাদে। উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন চিত্রনাট্যকার তথা গল্পকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

বাংলা টেলিভিশন বা সিনেদুনিয়ায় সাফল্যের পর তারকাদের মুম্বই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়! টলিউডে চুটিয়ে কাজ কয়ার পর মায়ানগরীতে বর্তমানে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক প্রমুখ। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন টলিপাড়ার ‘বীরাঙ্গনা’ সন্দীপ্তা সেন। এবার স্টার প্লাসের মেগা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট সিরিয়ালের প্রযোজনায় রয়েছে এসভিএফ। শুধু তাই নয়, এই প্রযোজনা সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘নষ্টনীড়’-এর গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে এই হিন্দি সিরিয়াল। যে গল্প সাজানোর দায়িত্বে রয়েছেন সম্রাজ্ঞী। কারণ ‘নষ্টনীড়’ সিরিজের কাহিনিকারও তিনিই। 

অদিতি রায়ের পরিচালনায় ‘নষ্টনীড়’ সিরিজে নারীশক্তির কাহিনি ফুটিয়ে তুলেছিলেন ‘অপু’ সন্দীপ্তা। সাংসারিক দ্বন্দ্ব, টানাপোড়েনের ঝলকও মিলেছিল গল্পে। এূবাহ সেই সিরিজের গল্প অবলম্বনেই নতুন মেগা সিরিয়াল আসছে স্টার প্লাসে। যেখানে মূল নারীচরিত্রে সন্দীপ্তা সেনের বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে। চিত্রনাট্য ইতিমধ্যেই প্রস্তুত। জানা গেল, ১৫০ পর্বের এই হিন্দি মেগা ধারাবাহিকের শুটিং হবে চণ্ডীগড়ে। তবে দর্শকদের চাহিদা অনুযায়ী সময়কাল বাড়ানোর ইঙ্গিতও রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ