Advertisement
Advertisement
Soumi Chowdhury

আলুথালু বেশ! উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী, ঠাঁই হল হোমে

খণ্ডঘোষের রাস্তায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাংলা সিরিয়ালের অভিনেত্রী। চেনেন তাঁকে?

Actress Soumi Har Chowdhury found mentally unstable condition at Burdwan
Published by: Sandipta Bhanja
  • Posted:July 15, 2025 11:20 am
  • Updated:July 15, 2025 2:42 pm   

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: ছেঁড়া-ময়লা পোশাক পরে এক তরুণী ইংরেজিতে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কৌতূহল বাড়ে জটলায় থাকা লোকজনের। তরুণীর পরিচয় জানতে চান। তরুণী নিজেই জানান, তিনি অভিনেত্রী। প্রথমে বিশ্বাস হয়নি কারও। পরে ইন্টারনেট ঘাঁটতেই সকলেই থ! কয়েকবছর আগেও টেলিভিশনের পর্দায় জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। বাংলা সিরিয়ালে পরিচিত মুখ সৌমী ধর চৌধুরী। তবে তিনি মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরছিলেন খন্ডঘোষের রাস্তায়।

Advertisement

সোমবার বর্ধমান-আরামবাগ রোডের ধারে একটি বাস স্ট্যান্ডে স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকের ‘রাঙা কাম্মা’কে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁকে চিনতে না পারলেও পরে কথপোকথনের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়। খন্ডঘোষ থানার পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে নিয়ে যায়। আপাতত সেখানেই রয়েছেন তিনি। এদিন সকালে বর্ধমান-আরামবাগ সড়ক ধরে আরামবাগের দিকে এক মহিলাকে হেঁটে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ বৃষ্টির নামার কারণে ওই মহিলা আমিলা বাসস্ট্যান্ডে আশ্রয় নেন। পরনে নোংরা পোশাক। চেহারাও জরাজীর্ণ। আলুথালু বেশ! তবে পোশাকের ধরন স্থানীয় সাধারণ মহিলাদের মতো নয়, তা দেখেই বোঝা যাচ্ছিল। ওই মহিলা কালো রঙের একটি শার্ট ও হাফ প্যান্ট পড়েছিলেন। বাসস্ট্যান্ডে বসার পরে সেখানে থাকা স্থানীয় কয়েকজন যুবক তাঁকে ভিক্ষুক বলে মনে করেন। কথাবার্তা বলেই জানতে পারেন, মহিলা স্পষ্ট ইংরেজিতে কথার জবাব দিচ্ছেন। নিজেই পরিচয় দিয়ে তিনি জানান, “আমার নাম সৌমী ধর চৌধুরী। আমি বাংলা সিলিয়ালে অভিনয় করি।” স্থানীয় কয়েকজন যুবক ইন্টারনেটে সার্চ করে দেখেন, ওই মহিলা যা বলছেন, তা হুবহু সত্যি। টিভির পর্দায় অভিনেত্রীর মুখের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে মহিলার। কিন্তু বাংলা টেলিপর্দার এরকম একজন জনপ্রিয় অভিনেত্রীকে এই অবস্থায় দেখে অনেকেই বিশ্বাস করতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানান, অভিনেত্রীর সঙ্গে কথা বলে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়। অনেক সময় প্রশ্নের সঠিক উত্তর দিতে চাইছেন না তিনি। কোথা থেকে তিনি এসেছেন? কেন এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন? জিজ্ঞেস করা হলে সেই উত্তর এড়িয়ে যাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরেই বর্ধমান-আরামবাগ রোড ধরে ঘোরাফেরা করছেন। আর এদিন খন্ডঘোষ এলাকায় পৌঁছন।

কোথায় যাচ্ছিলেন? সেই বিষয়ে কিছু জানাতে পারেননি অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে রয়েছেন বলেও জানিয়েছেন সৌমী। তাঁর কাছে থাকা একটি নম্বরে স্থানীয়রা ফোন করে জানতে পারেন সেটি কোনও গাড়ি চালকের। তিনি অভিনেত্রীকে শেষ বোলপুরে ছেড়েছিলেন। সৌমী জানিয়েছেন, তিনি বোলপুরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি বর্ধমানে এসেছেন। কলকাতার বেহালায় তাঁর বাড়ি রয়েছে। বাড়িতে কে কে রয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু তিনি জানাতে চাননি। অভিনেত্রী বলেন, “সবই ভাগ্যের ফের। সব মানুষকে এই চক্রের মধ্যে দিয়ে যেতে হয়।”

দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সৌমী হর চৌধুরী। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন সুমি। জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ কেন এই অবস্থা হল অভিনেত্রীর? কৌতূহল টেলিপাড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ