ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। বিয়ের পর রুবেলের প্রথম জন্মদিনে জমজমাট আয়োজন করলেন শ্বেতা। অভিনেতা স্বামী রুবেলের পছন্দের কেক থেকে উপহার সবকিছুর আয়োজনেই চমকে দিলেন এদিন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
View this post on InstagramAdvertisement
শ্বেতার পোস্ট করা সেই ভিডিও ও ছবিগুলিতে দেখা যাচ্ছে, জন্মদিনের দুপুরের ভূরিভোজের থালা থেকে সন্ধ্যায় সপরিবারে রুবেলের জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত। কাস্টোমাইজড কেক কেটে এদিন রুবেলের বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলেন শ্বেতা। সেই কেকে দেখা যাচ্ছে এক দম্পতিকে চুটিয়ে সিনেমা দেখতে। সঙ্গে রয়েছে পপকর্ন, কোল্ডড্রিঙ্ক, পিৎজা। কেকের উপর লেখা রয়েছে, ‘এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।’
View this post on Instagram
এখানেই শেষ নয়, এদিন রুবেলকে জন্মদিনের উপহারস্বরূপ আইফোন উপহার দেন শ্বেতা। জন্মদিন উদযাপনের এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে শ্বেতা লিখছেন, ‘হ্যাপি বার্থডে বর। তোমার জীবনে এই দিনটা বার বার ফিরে আসুক। তুমি খুব ভালো থেকো,সব সময় এই রকম হাসি খুশি থেকো,জীবনে অনেক সাফল্য আসুক তোমার। আর তোমার পাশে আমি থাকবো সারাজীবন। ভালোবাসি আর সারাজীবন ভালোবেসে আগলে রাখব তোমায়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.