ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে প্রেগন্যান্সি ক্রেভিং থেকে মাতৃত্বের জার্নি সবটাই সোশাল মিডিয়ায় তুলে ধরছেন টেলিদুনিয়ার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। পর্দায় তাঁর খলনায়িকার চরিত্রের দৌলতে তিনি ইতিমধ্যেই দর্শকমহলে চর্চিত নাম। তবে আপাতত অভিনয় থেকে ছুটি নিয়েছেন অহনা। চুটিয়ে উপভোগ করছেন জীবনের নতুন অধ্যায়। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর সুখের সংসার। সুন্দরী অহনার চোখেমুখে এখন প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট। কিন্তু তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায় একবারের জন্যও মেয়ের এই সময়ে খোঁজ নেননি। তবে সেইসব নিয়ে একেবারেই চিন্তিত নন অহনা। সবকিছু ভুলে আশেপাশের বন্ধু ও নিজের স্বামী, সংসারে আদর যত্নের মধ্যেই আনন্দ খুঁজে নিচ্ছেন তিনি। সকলে মাথায় করে রেখেছেন অহনাকে। এতটুকু মন খারাপ হওয়ার সুযোগ দিচ্ছে না কেউ অভিনেত্রীকে। অন্যদিকে অহনাও অধীর অপেক্ষায় রয়েছেন প্রথম সন্তানের জন্য।
বরাবরের মতোই ফের সোশাল মিডিয়ায় আরও এক অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী। হাতে মেহেন্দি পরতে ভীষণই পছন্দ করেন অহনা। প্রায় ১৫ বছর পর সেই সুযোগ পেয়েছেন তিনি। কারণ এখন শুটিং নেই। তাই যা যা করার ইচ্ছা ছিল, সবকিছুই এক্কেবারে জমিয়ে উপভোগ করছেন। আর এসবকিছুর জন্য এটাই সেরা সময়। কারণ নিজের মন ভালো রাখতে পারলে যে সন্তান আসছে তাকেও সুস্থ রাখা যাবে। এই ফর্মুলাতেই বিশ্বাসী অহনা। এর ঠিক একদিন আগে ভোর সাড়ে ছটা নাগাদ মাতৃত্বের আরও এক অনুভূতির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অহনা। গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া করে উপস্থিতি জানান দেওয়ার বিষয় অহনার ভীষণ প্রিয় বিষয়। আর ঠিক সেভাবেই তীব্র লাথির অনুভূতিতেই ভোরবেলা ঘুম ভেঙে যায় তাঁর। সেই আনন্দের কথা ভোরবেলাতেই ফেসবুকে এক ভিডিওতে ভাগ করে নেন অভিনেত্রী।
সাধ খাননি অহনা। বলা ভালো সাধ খাওয়ার নিয়ম কেন শুরু হয়েছিল, তার ইতিহাস জেনেই খাননি তিনি। তবে তা সত্বেও পছন্দের খাবার ও উপহার দিয়ে ভরিয়ে দিয়েছেন বন্ধু-সহকর্মীরা অনেকেই। মেহেন্দি পরাতে এসে বন্ধুরা তাঁর জন্য নিয়ে এসেছিলেন পছন্দের খাবার। পর্দায় যতই শত্রুতা থাকুক না কেন বন্ধু সহকর্মী স্বস্তিকা ঘোষ পাঠিয়েছিলেন তাঁর পছন্দের ডোনাট। সেটাও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অহনা। এমনকি মধ্যরাতে স্ত্রীর বিরিয়ানির ক্রেভিং মিটিয়েছেন স্বামী দীপঙ্কর। জ্বর গায়েও বিরিয়ানি রান্না করে খাইয়েছেন অহনাকে। মায়ের অমতে বিয়ে করেছেন অহনা। কম বয়সেই সন্তানসম্ভবা হয়েছেন। কিন্তু নিজের জীবনের পরিকল্পনা নিয়ে তিনি যথেষ্ট খুশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.