Advertisement
Advertisement
Ahona Dutta

আশু মাতৃত্বের জন্য প্রাত্যহিক জীবনে এনেছেন পরিবর্তন, কীভাবে দিন কাটছে অভিনেত্রী অহনার?

অভিনেত্রীর চোখেমুখে প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট।

Ahona Dutta shared her pregnancy journey through her video with netizens
Published by: Arani Bhattacharya
  • Posted:July 25, 2025 6:05 pm
  • Updated:July 25, 2025 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পর্দার ‘মিশকা’ অর্থাৎ পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। এই মুহূর্তে দিন গুনছেন কলে সন্তান আসার। মাঝেমধ্যেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তিনি ভাগ করে নিচ্ছেন মাতৃত্বের জার্নির নানা মুহূর্ত। অভিনয় থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি। অভিনেত্রীর চোখেমুখে প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট। তাঁর এতটুকু মন খারাপ হওয়ার সুযোগ দিচ্ছেন না কেউ। 

Advertisement

এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অহনা ভাগ করে নিলেন তাঁর এই মাতৃত্বের জার্নিতে তাঁর মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে সেটাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিদিন অহনাকে নিয়ম করে যোগাসন করতে। সঙ্গে অস্বাস্থ্যকর খাবারকে বিদায় জানিয়ে অভিনেত্রী যে এখন স্বাস্থ্যকর নানা সবজি খাচ্ছেন ও সুস্থ জীবনযাপনের মধ্যে থাকার সবরকম চেষ্টা করছেন সেসবই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অহনা। ক্যাপশনে যা লিখেছেন তার অর্থ হল এই ‘যাত্রা শুরু হোক সুস্থতার সূত্র মেনে। আমি নিখুঁত নই কিন্তু আমি প্রস্তুত।’

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। গত মার্চের শুরুর দিকে মন্দারমণিতে ছুটি কাটাতে যান অহনা ও দীপঙ্কর। সমুদ্রতটে কাটানো বেশ কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অহনা। লেখেন, অগাস্টেই আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময় আপাতত চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement