ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাঁদের সাজপোশাক, রান্নার ধরণ ইত্যাদির ভিডিও দেখতে রীতিমতো নেটিজেনরা ভালোবাসেন। সেরকমই একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়। এমনিতে তিনি সোশাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হলেও বর্তমানে তাঁকে নিয়ে চর্চা যেন বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। সম্প্রতি সোহিনীর গর্ভপাতের খবর নিয়ে হইচই পড়েছে।
মাতৃত্বের জার্নি উপভোগ করেছেন সোহিনী। কিন্তু শেষ রক্ষা হল না। এই জার্নিতেই ‘মেটারনিটি ফটোশুট’ থেকে শুরু করে পেটে জগন্নাথের মুখ আঁকা মনে যা যা ইচ্ছা ছিল সবটাই মিটিয়েছেন তিনি। কিন্তু জগন্নাথের মুখ আঁকার কারণে অনেকদিন ধরেই নানা কটাক্ষ ধেয়ে এসেছিল তাঁর দিকে। এবার তাঁর গর্ভপাতের পর এর কারণস্বরূপ ঐ জগন্নাথদেবের মুখ আঁকার কারণ ফের তুলে ধরেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়েন না তাঁকে। এই অবস্থায় সোহিনীর পাশে দাঁড়ালেন টলিপাড়ার অভিনেত্রী অহনা দত্ত। সদ্য মা হয়েছেন তিনি নিজেও। তাই বোধহয় আরও এক মায়ের সন্তান হারানোর যন্ত্রণা ভীষণভাবে উপলব্ধি করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে অহনা এই নিয়ে বলেন, “আমিও নিজেও দেখেছি সোশাল মিডিয়াতে ঠিক কী কী ঘটছে। সোহিনীকে সবথেকে বেশি মহিলারাই গালমন্দ করছেন। ও কী করছে তার ঠিক-ভুল বিচার একেবারেই করছি না। কেউ চাননা তাঁর সন্তানের ক্ষতি হোক। এটা একটা দুর্ঘটনা। এরপর ওর কোল জুড়ে খুব তাড়াতাড়ি ফুটফুটে সন্তান আসুক এই কামনা করি।” উল্লেখ্য, মাত্র একমাস আগে নিজেও মা হয়েছেন অহনা। মাতৃত্বকালীন এই জার্নির সমস্ত আপডেট ভাগ করে নিতেন তিনিও সোশাল মিডিয়ায়। মাঝে মাঝে তাঁর দিকেও ধেয়ে এসেছে কটূক্তি। তবে সেসবে একেবারেই কর্ণপাত করেননি অভিনেত্রী। তবে নিজে এই ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন বলেই হয়তো আরও বেশি সোহিনীর এই দুঃসময়ের কথা একজন সদ্য মা অহনা বুঝতে পেরেছেন। আর তাই পাশে দাঁড়িয়েছেন তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.